মাছের কালিয়া (Macher Kalia recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#dgr
আমি এখানে ভেটকি মাছের কালিয়া বানিয়েছি |

মাছের কালিয়া (Macher Kalia recipe in Bengali)

#dgr
আমি এখানে ভেটকি মাছের কালিয়া বানিয়েছি |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫ মিনিট
৪জন
  1. ৪ পিস ভেটকি মাছ
  2. ১টি আলু
  3. ১টি পেঁয়াজ কুচি
  4. ১/২টমেটো কুচি
  5. ২টি কাঁচালংকা চেরা
  6. ২ চা চামচ আদা বাঁটা
  7. ১ চা চামচ রসুন বাঁটা
  8. ১ চা চামচ কাঁচালংকা বাঁটা
  9. ১ চা চামচ জিরা গুঁড়ো
  10. ১চা চামচ ধনে গুঁড়ো
  11. ১/২ চা চামচ গোটা জিরা
  12. ১টি শুকনা লংকা
  13. ১ চা চামচ লংকার গুঁড়ো
  14. ৩ চা চামচ হলুদ
  15. স্বাদমতোনুন
  16. ১ চা চামচ ঘি
  17. ১ চা চামচ গরম মশলা
  18. ১টি তেজপাতা
  19. প্রয়োজন মতসর্ষের তেল
  20. প্রয়োজন মতজল

রান্নার নির্দেশ সমূহ

৩৫ মিনিট
  1. 1

    প্রথমে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে সঃ তেলেভেজে নিতে হবে ৷আলু ধুয়ে কেটে টুকরা করে রাখতে হবে ।পেঁয়াজ, লংকা,টমেটো কুচি করে,বাঁটা মশলা ও তেল গুছিয়ে নিতে হবে |

  2. 2

    মাছ ভাজার তেলে জিরা লংকা, তেজপাতা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ ভাজতে হবে ৷পেঁয়াজ আধভাজা হলে টুকরা আলু দিয়ে কষাতে হবে. I

  3. 3

    আলু একটু ভাজা হলে,প্যানের মাঝখানে ফাঁকা করে একে একে রসুন, আদা,কাঁচালংকা বাঁটা,টমেটো কুচি দিয়ে কষাতে হবে ।

  4. 4

    এবার একে একে নুন, হলুদ, জিরা ধনে, লংকা গুড়া, চিনি দিয়ে ভালোমত ভাজা হলে আন্দাজ মত জল দিয়ে ঢেকে. কালিয়ার আলু সেদ্ধ করতে হবে |

  5. 5

    আলু সেদ্ধ হয়ে এলে ভাজা মাছ, ঘি,গরম মশলা, চেরা লংকা দিয়ে ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে | তৈরী হয়ে গেল ভেটকি মাছের কালিয়া | ভাতের সাথে খাওয়া হবে বলে সামান্য ঝোল থাকতে এটা নামানো হয়েছে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes