মুড়ি ভাজা(Muri bhaja recipe in Bengali)

Anushree Das Biswas
Anushree Das Biswas @cook_0107

#as
#week 2
বর্ষাকালে ভাজাভুজি,গরম চা সাথে গান আর রিমঝিম বৃষ্টি দেখতে মনে হয় সবারই ভাল লাগে।আমার তো এরম বৃষ্টির বিকেলে খুব ভাল লাগে মুড়ি ভাজা খেতে আর মশলা চা।

মুড়ি ভাজা(Muri bhaja recipe in Bengali)

#as
#week 2
বর্ষাকালে ভাজাভুজি,গরম চা সাথে গান আর রিমঝিম বৃষ্টি দেখতে মনে হয় সবারই ভাল লাগে।আমার তো এরম বৃষ্টির বিকেলে খুব ভাল লাগে মুড়ি ভাজা খেতে আর মশলা চা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১বাটি মুড়ি
  2. ১ টা ছোট পেঁয়াজ
  3. ১/২"আদা কুচি
  4. ১ টাকাঁচালঙ্কা কুচি
  5. ১টেবিল চামচ কারিপাতা
  6. ২টেবিল চামচ নারকেল কুচি
  7. ১/২ চা চামচ জিরে-লঙ্কা ভাজা গুঁড়ো
  8. ২টেবিল চামচ বাদাম
  9. ১ টা পাঁপড়
  10. ২টেবিল চামচ সর্ষের তেল
  11. ১চিমটি নুন
  12. ১/৪ চা চামচ জিরে
  13. ১ টাশুকনো লঙ্কা
  14. প্রয়োজন অনুযায়ীচানাচুর(ঐচ্ছিক)

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    সব যোগার করে নিলাম।তেল গরম করে পাঁপড় ভেজে তুলে রাখলাম।নারকেল কুচি ভেজে তুলে রাখলাম।

  2. 2

    এবার তেলে শুকনো লঙ্কা ও গোটা জিরে দিয়ে কারিপাতা দিলাম।একটু নেড়ে চেড়ে আদা,পেঁয়াজ কুচি ও কাঁচালঙ্কা কুচি দিয়ে ভেজে বাদাম দিলাম।(আমার কাছে বালিতে ভাজা বাদাম ছিল,সেটাই ব্যবহার করেছি)কিছুক্ষণ নেড়ে মুড়িটা ঢেলে দিলাম।

  3. 3

    এবার নুন দিয়ে কিছুক্ষণ ভেজে গ্যস অফ করলাম।ভাজা মশলা,পাঁপড়,নারকেল ভাজা মিশিয়ে দিলাম।

  4. 4

    বাটিতে মুড়ি ভাজা ঢেলে ওপর থেকে ভাজা শুকনো লঙ্কা,পাঁপর ভাজা ও চানাচুর (ব্যবহার করলে)দিয়ে সাজিয়ে দিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anushree Das Biswas

মন্তব্যগুলি (7)

Similar Recipes