ম্যাঙ্গো কালাকান্দ (Mango Kalakand Recipe In Bengali)

Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১

National_Mango_Day
Mango

ম্যাঙ্গো কালাকান্দ (Mango Kalakand Recipe In Bengali)

National_Mango_Day
Mango

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৪ জন
  1. ১ লিটার ফুল ক্রিম দুধ
  2. ২ টি পাকা আম
  3. ১ কাপ চিনি
  4. ৬ টেবিল চামচ গুঁড়ো দুধ (মিল্ক পাউডার)
  5. পরিমাণ মতোকিছু আলমন্ড

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে একটা বড় মোটা প্যান এ দুধ টা জ্বাল দিতে হবে। আমের খোসা ছাড়িয়ে আম টুকরো করে কেটে মিক্সিতে পিষে আমের পিউরী বানিয়ে নিতে হবে।

  2. 2

    এবার দুধ জ্বাল দেবার পর দুধের পরিমাণ কমে আসলে, আমের পিউরী টা মিশিয়ে দিতে হবে, আর ভালো ভাবে নাড়তে হবে। যেহেতু আমের মধ্যে টক ভাব থাকে তাই দুধ টা দানা দানা হয়ে যাবে।মিডিয়াম টু লো আঁচে আর ও ১০ মিনিট এর মতো নাড়াচাড়া করতে হবে অনবরত যাতে নিচে দুধ ধরে না যায়। আমাকে আলাদা করে ছানা বানাতে হয় নি।

  3. 3

    ১০ মিনিট পর চিনি টা মিশিয়ে নিতে হবে, আবার কিছুখন নাড়াচাড়া করে ২ টেবিল চামচ করে মিল্ক পাউডার টা দিতে হবে আর নাড়তে হবে অনবরত। এরপর সব মিল্ক পাউডার টা দিয়ে ১০ মিনিট এর মতো নাড়াচাড়া করে যখন টেক্সচার টা ঠিক মতো হয়ে আসবে তখন বুঝতে হবে আমের মিশ্রণ টা তৈরি হয়ে গেছে।

  4. 4

    এরপর একটা কেক টিন বা যেকোন একটা বক্সে একটা বাটার পেপার বসিয়ে ওর মধ্যে ঘি ব্রাশ করে নিতে হবে। এরপর ওর মধ্যে আমের মিশ্রণ টা ঢেলে দিয়ে ভালো ভাবে চেপে বসিয়ে দিয়ে একটু ঠান্ডা হলে ১-২ ঘন্টা ফ্রিজে সেটিং হবার জন্য রেখে দিতে হবে।

  5. 5

    এরপর ২ ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে একটা ছুরির সাহায্যে চারপাশে একটু ঘুরিয়ে নিতে হবে, তারপর একটা প্লেটে উল্টো করে টিন টা বসিয়ে দিলে কেক এর মতো বেরিয়ে চলে আসবে ।এরপর বাটার পেপার টা উঠিয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নিয়ে উপর থেকে আমন্ড্ দিয়ে সাজিয়ে দিলেই আমার তৈরি হয়ে যাবে "ম্যাঙ্গো কালাকান্দ"।

  6. 6

    এবার একটা প্লেটে সাজিয়ে দিয়ে পরিবেশন করুন "ম্যাঙ্গো কালাকান্দ"।এটি খেতে খুব ই সুস্বাদু।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Itikona Banerjee
Itikona Banerjee @chef_iti_12
বেহালা .. কোলকাতা -১৪১
আমি রান্না করতে খুব ভালো বাসি। প্রতিটি রান্না আলাদা আলাদা ভাবে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes