চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট (chingri mach diye lau ghonto recipe in Bengali)

Sumita Saha
Sumita Saha @SS333999
Kolkata

চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট (chingri mach diye lau ghonto recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

আধ ঘন্টা
ছ জন
  1. ১ টি মাঝারি লাউ(কুচোনো)
  2. ১৫০ গ্রাম ছোট চিংড়ি(ছাড়িয়ে ধুয়ে রাখুন)
  3. ৫০ গ্রাম সর্ষে /সাদা তেল
  4. ৪ চা চামচ ধনেপাতা কুচি
  5. ৪টে কাঁচা লঙ্কা
  6. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১ চা চামচ জিড়ে গুঁড়ো
  8. স্বাদ মতনুন
  9. ২ চা চামচ চিনি
  10. ফোঁড়ন
  11. ১ টাতেজপাতা
  12. ১/২ চা চামচগোটা জিরে

রান্নার নির্দেশ সমূহ

আধ ঘন্টা
  1. 1

    লাউ ভাল করে কুচিয়ে নিতে হবে।
    কড়াইয়ে তেল দিয়ে চিংড়ি মাছ হালকা ভেজে নিতে হবে। তারপর ঐ তেলে গোটা জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে লাউ কুচি, হলুদ,জিরে গুঁড়ো,নুন দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে।লাউ এর থেকে যে জল বেড়োবে তাতে ই রান্নাটা হবে।

  2. 2

    লাউ এর জল শুকিয়ে এলে এর মধ্যে চিনি,চিংড়ি মাছ, ধনেপাতা আর অল্প ময়দা ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিন।লাউঘন্ট তৈরী। ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sumita Saha
Sumita Saha @SS333999
Kolkata
Cooking is my passion ❤️
আরও পড়ুন

Similar Recipes