স্টাফড ম্যাঙ্গো কুলফি (stuffed mango kulfi recipe in bengali)

Sunanda Das
Sunanda Das @cook_sunanda7

#আমিরান্নাভালোবাসি
#ebook2
কুলফি ছোট বড় সবাই ভালো বাসে । আর বাড়িতে তৈরি করা হলে সেটা খাওয়ার আনন্দই আলাদা ।আমার মেয়ের ফেভারেট আইসক্রিম এটা ।আর খুব কম উপকরণ লাগে তৈরি করতে খেতেও দারুণ লাগে ।তাই আমি আমার বানানো এই রেসিপি টি তোমাদের সাথে সেয়ার করতে চাই।

স্টাফড ম্যাঙ্গো কুলফি (stuffed mango kulfi recipe in bengali)

#আমিরান্নাভালোবাসি
#ebook2
কুলফি ছোট বড় সবাই ভালো বাসে । আর বাড়িতে তৈরি করা হলে সেটা খাওয়ার আনন্দই আলাদা ।আমার মেয়ের ফেভারেট আইসক্রিম এটা ।আর খুব কম উপকরণ লাগে তৈরি করতে খেতেও দারুণ লাগে ।তাই আমি আমার বানানো এই রেসিপি টি তোমাদের সাথে সেয়ার করতে চাই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জন
  1. 1টা বড় মাপের পাকা আম
  2. 1/2 লিটারফুল ক্রিম দুধ
  3. 1/2 কাপপাউডার দুধ
  4. 1/4 চা চামচএলাচ গুঁড়ো
  5. 1টি চওড়া মুখ ওয়ালা কাঁচের গ্লাস
  6. স্বাদ অনুযায়ীচিনি

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে আম টি ভালো করে ধুয়ে নিতে হবে ।তারপর আমের বোঁটার দিক গোল করে কেটে নিতে হবে এটি রেখে দিতে হবে পরে লাগবে ।এবার একটি চামচ এর সাহায্যে হালকা ভাবে আমের ভেতর থেকে আমের পাল্প আর আঁটি বার করে নিতে হবে এমন ভাবে যেন আমটা আস্ত থাকে ।আঁটি ফেলে দিতে হবে ।

  2. 2

    এরপর প্যানে দুধ দিয়ে ফুটতে দিতে হবে তারপর পাউডার দুধ আর এলাচ গুঁড়ো চিনি দিয়ে ভালো করে মিক্স করতে হবে ।

  3. 3

    এরপর নাড়তে থাকতে হবে ।যখন ঘন হয়ে রাবড়ি মতো হয়ে যাবে তখন নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দিতে হবে ।

  4. 4

    এবার আমটিকে কাঁচের গ্লাসের মধ্যে রাখতে হবে তারপর আমের মধ্যে প্রথমে আগের থেকে বার করে রাখা পাল্প দিতে হবে তারপর তৈরি করা রাবড়ি দিয়ে আমের যে বোঁটার অংশ গোল করে কেটে রাখা ছিল সেটা দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে ।

  5. 5

    তারপর 7 ঘন্টার মতো গ্লাস সহ আমটি ফ্রিজারে রেখে দিতে হবে 7 ঘন্টা পর বার করে পিলারের সাহায্যে আমের খোসা টি ভালো করে ছাড়িয়ে নিতে হবে ।

  6. 6

    এবার চুরির সাহায্যে গোল গোল করে কেটে নিতে হবে ।তাহলেই তৈরি স্টাফড ম্যাঙ্গো কুলফি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sunanda Das
Sunanda Das @cook_sunanda7
রান্না করতে আমি ভালোবাসি রান্না করে সবাইকে খাওয়াতে আমার ভালো লাগে রান্না আমাকে খুশি দেয় আর রান্নার প্রতি ভালোবাসা সব আমার মেয়ের জন্য ও নানারকমের খাবার খেতে ভালো বাসে তাই ওর জন্য নানান খাবার বানাতে বানাতে রান্নার প্রতি আগ্রহ টা যেন আর দ্বিগুন বেড়ে গেছে 💕💖😊
আরও পড়ুন

Similar Recipes