ডাব চিংড়ি (daab chingri recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#father
সহজ উপাদানে তৈরী অসাধারণ স্বাদের রেসিপিটি আমার বাবার খুব প্রিয় |

ডাব চিংড়ি (daab chingri recipe in Bengali)

#father
সহজ উপাদানে তৈরী অসাধারণ স্বাদের রেসিপিটি আমার বাবার খুব প্রিয় |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫মিনিট
৩জনের
  1. ২০০ গ্রাম মাঝারি মাপের চিংড়ি মাছ
  2. ১টি নরম শাঁসের ডাব
  3. ১ গ্লাস ডাবের জল
  4. ৪চা চামচ সরষে বাঁটা
  5. ৪চা চামচ পোস্ত বাঁটা
  6. ১/২ পেঁয়াজ বাটা
  7. ১ টি টমেটো বাঁটা
  8. ৪চা চামচ ডাবের শাঁস বাঁটা
  9. ২ চা চামচ কাঁচা লংকা বাটা
  10. ২টি কাঁচা লংকা
  11. ১ চা চামচ লংকা গুঁড়া
  12. ২ চা চামচ হলুদ গুঁড়া
  13. প্রয়োজন অনুযায়ীসরষের তেল
  14. স্বাদ অনুযায়ীনুন
  15. ১ চা চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

৩৫মিনিট
  1. 1

    প্রথমে চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে | ডাবের জল বের করে তাতে রান্না করতে হবে | শাঁশ বের করে সেটা বেঁটে রাখতে হবে |

  2. 2

    নুন হলুদ মাখানো চিংড়ি একটু লংকা গুঁড়া মাখিয়ে সঃ তেলে ভেজে তুলে রাখ তে হবে | সরষে ও পোস্ত ডাবের জল নুন ও কাঁচালংকা দিয়ে বেঁটে রাখতে হবে |

  3. 3

    এরপর প্যানে সঃ তেলে কালো জিরা ও কাঁচা লংকা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাঁটা দিয়ে ভেজে একে একে টমেটোবাঁটা সরষে পোস্ত বাঁটা নুন হলুদ চিনি লংকা গুড়া দিয়ে কসিয়ে ডাবের শাঁস বাঁটা দিয়ে ডাবের জল দিয়ে ফুটতে দিতে হবে | তারপর চিংড়ি মাছ গুলি দিয়ে ১ চা চামচ কাঁচা তেল ছড়িয়ে ঢেকে রাখ তে হবে | অন্য দিকে ডাবের গায়ে তেল মাখিয়ে গ্যাসে বসিয়ে গরম করতে হবে |

  4. 4

    ডাবের গা ভালো মত পুড়ে স্মোকি গন্ধ এলে তাতে তৈরী করা চিংড়ি ঢেলে ১০ মিনিট গ্যাসে বসিয়ে ওপর দিয়ে আরো কিছু নরম শাঁস ছড়িয়ে পরিবেশন করতে হবে | লাঞ্চ মেনুতে সাদা ভাত বা ফ্রাই রাইসের সঙ্গে এটি দারুণ লোভনীয় পদ | এটি আমার বাবার খুব প্রিয় রেসিপি |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes