চিতল মাছের মুইঠ্যা(Chitol macher muitha recipe in bengali)

Sampa Basak
Sampa Basak @cook_23863697_
Jalpaiguri, India

#ebook2
#দূর্গাপূজা
চিতল মাছের মুইঠ্যা মাছের একটি সুস্বাদু রেসিপি।এটা আমরা কোন উৎসবে বাড়িতে রান্না করতে পারি।

চিতল মাছের মুইঠ্যা(Chitol macher muitha recipe in bengali)

#ebook2
#দূর্গাপূজা
চিতল মাছের মুইঠ্যা মাছের একটি সুস্বাদু রেসিপি।এটা আমরা কোন উৎসবে বাড়িতে রান্না করতে পারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৪ জনের জন্য
  1. ৫০০ গ্রাম চিতল মাছ
  2. ২-৩ টি আলু
  3. ২-৩ টি তেজপাতা
  4. ১ চা চামচ সাদা জিরে
  5. ১/২শুকনো লঙ্কা
  6. স্বাদমতোলবণ
  7. প্রয়োজন মতো তেল
  8. ২-৩ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  10. ১ চা চামচ ধনে গুঁড়ো
  11. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  12. ৩-৪ চা চামচ আদা বাটা
  13. ১/২ চা চামচ চিনি
  14. ১ চা চামচ গরম মসলা

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে চিতল মাছ কুরিয়ে নিতে হবে। এরপর একটি আলু সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    এরপরে কুড়োনো চিতল মাছ ও সেদ্ধ আলু একসাথে মেখে নিয়ে একটি সাদা কাপড়ে পেঁচিয়ে ফুটন্ত গরম জলে দিয়ে ৫/৬ মিনিট রাখতে হবে।

  3. 3

    এরপরে সেই জমাট বাধা টুকরো টি চৌকো আকারে কেটে নিতে হবে।

  4. 4

    এরপরে কড়াইয়ে তেল দিয়ে টুকরো গুলো ভেজে নিতে হবে।

  5. 5

    এরপরে কড়াইয়ে তেল দিয়ে শুঁকনো লঙ্কা, তেজপাতা ও সাদা জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলু গুলো কে দিয়ে একটু নেড়েচেড়ে মসলা গুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  6. 6

    এরপরে অল্প জল দিয়ে ঢেকে দিতে হবে। এরপরে ঢাকনা উঠিয়ে পিস করে রাখা মাছের টুকরো গুলো কে দিতে হবে।

  7. 7

    এরপরে গরম মসলা দিয়ে নামিয়ে নিতে হবে চিতল মাছের মুইঠ্যা।

  8. 8

    এরপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sampa Basak
Sampa Basak @cook_23863697_
Jalpaiguri, India
cooking is my love and passion
আরও পড়ুন

Similar Recipes