শাহী ক্যাপ্সিকাম মাশরুম (shahi capsicum mushroom recipe in Bengali)

Pankaj Kumar Manna Manna
Pankaj Kumar Manna Manna @Mampi

শাহী ক্যাপ্সিকাম মাশরুম (shahi capsicum mushroom recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 250 গ্রামমাশরুম
  2. 1 টিবড় ক্যাপ্সিকাম
  3. 1 টিমাঝারি পেঁয়াজ কুচি
  4. 1টেবিল চামচ আদা রসুন বাটা
  5. 1 চা চামচজিরে গুঁড়ো
  6. 1 চা চামচধনে গুঁড়ো
  7. পরিমাণ মতসর্ষের তেল
  8. স্বাদ মতলবণ
  9. 5-6 টিকাঁচা লঙ্কা
  10. 1 চা চামচকাশ্মিরী লঙ্কা গুঁড়ো
  11. 1টেবিল চামচ কাজু বাটা
  12. 1 কাপনারকেল দুধ
  13. পরিমাণ মতচিনি
  14. প্রয়োজন অনুযায়ীফোঁড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা,এলাচ,দারচিনি।
  15. 1 চা চামচগরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে বল মাশরুম গুলোকে কিউব আকারে কেটে নিয়ে ভালো করে ধুয়ে কড়া গরম জল করে একটু ফুটিয়ে নিয়ে জল ঝুলিয়ে নিতে হবে।

  2. 2

    ক্যাপ্সিকাম কিউব করে কেটে নিয়ে ধুয়ে রাখা আছে।কড়াইতে অল্প তেল নিয়ে ক্যাপ্সিকাম ও মাশরুম একটু লাল করে ভেজে নিতে হবে।

  3. 3

    এরপর কড়াইতে তেল নিয়ে প্রথমে তেজপাতা,লঙ্কা,এলাচ,দারচিনি দিয়ে যখন হালকা গন্ধ আসবে তখন পিঁয়াজ কুচি দিতে হবে, পিঁয়াজ লাল হয়ে এলে আদা রসুন বাটা,জিরে,ধনে দিয়ে ভালো করে মশলা করে নিতে হবে।

  4. 4

    এরপর কাঁচালঙকা চেরা,কাজু বাটা,কাশ্মিরী লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলা কষে
    নিয়ে ক্যাপ্সিকাম ও মাশরুম দিয়ে ভালো করে মশলা মিশিয়ে নিয়ে খুব অল্প জল দিয়ে হালকা আঁচে চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দিতে হবে।

  5. 5

    পাঁচ মিনিট পর চাপা খুলে নারকেল দুধ,চিনি মিশিয়ে ফুটিয়ে অল্প গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে।তৈরী হয়ে গেল শাহী ক্যাপ্সিকাম মাশরুম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pankaj Kumar Manna Manna

মন্তব্যগুলি (2)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
রেসিপিটা বেশ ভালো লাগলো🌺
উপস্থাপনাও বেশ ছিমছাম🚀
🍬
আমার রেসিপি গুলো সময় পেলে দেখে লাইক দিতে পারেন আর পছন্দ হলে অনুসরণ দেবেন।🌷

Similar Recipes