পনির ক্যাপ্সিকাম (paneer capsicum recipe in Bengali)

Mrinalini Saha
Mrinalini Saha @9856mili

#রোজকারসব্জী
#ক্যাপ্সিকাম
#week4
ক্যাপ্সিকাম পনীর এমন একটা ঘরোয়া রান্না যার একটা আলাদা চাইনিজ টেষ্ট পাওয়া যায় আর সবকিছুর সঙ্গে খাওয়া যায়😊

পনির ক্যাপ্সিকাম (paneer capsicum recipe in Bengali)

#রোজকারসব্জী
#ক্যাপ্সিকাম
#week4
ক্যাপ্সিকাম পনীর এমন একটা ঘরোয়া রান্না যার একটা আলাদা চাইনিজ টেষ্ট পাওয়া যায় আর সবকিছুর সঙ্গে খাওয়া যায়😊

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20মিনিট
4জনের জন্য
  1. 250 গ্রামপনির
  2. 1 টিক্যাপ্সিকাম
  3. 1 চা চামচআদা বাটা
  4. 1/2 চা চামচলঙ্কা বাটা
  5. 1/2 চা চামচজিরা গুঁড়ো
  6. 1/2 চা চামচধনে গুঁড়ো
  7. 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  8. 1 টেবিল চামচচারমগজ বাটা
  9. 1 টেবিল চামচকাজু বাটা
  10. 1 চা চামচগরম মশলা গুঁড়ো
  11. প্রয়োজন অনুযায়ীফোঁড়নের জন্য (গোটা গরমমশলা+ জিরা +শুকনোলঙ্কা)
  12. 3 টেবিল চামচসাদা তেল
  13. 1 চা চামচ ঘি
  14. 1 চা চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

20মিনিট
  1. 1

    কড়াইতে তেল আর ঘী দিয়ে গরম করে পনীর টুকরোগুলি দিয়ে নুন দিয়ে নাড়াচাড়া করে হাল্কা ভেজে তুলে রাখি ।

  2. 2

    তারপর বাকি তেলে ফোরনের উপকরণগুলি দিয়ে আদাবাটা লঙ্কারবাটা নুন দিয়ে নাড়ি । এই রান্নাতে হলুদ ব্যবহার হবে না।

  3. 3

    তারপর জিরা গুঁড়ো ধন্যেগুড়ো কাশ্মীরিলঙ্কারগুড়ো দিয়ে একটু জল দিয়ে কষিয়ে চারমগজ বাটা কাজুবাটা দিয়ে নেড়ে ছোট ছোট টুকরো করে কাটা ক্যাপ্সিকাম দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রাখি ।

  4. 4

    ক্যাপ্সিকাম নরম হয়ে আসলে ঢাকা খুলে অল্প করে হাল্কা গরম জল ঢেলে দিয়ে ভেজে রাখা পনীর আর চিনি দিয়ে নাড়াচাড়া করি।

  5. 5

    ফুটে উঠলে গরমমশলাগুড়ো দিয়ে ঝোল গাঢ় হয়ে আসলে নামিয়ে ভাত রুটি যেকোনো কিছুর সঙ্গে খাওয়া যায়

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mrinalini Saha
Mrinalini Saha @9856mili

মন্তব্যগুলি

Similar Recipes