ভেজ মোমো (veg momos recipe in Bengali)

Bindi Dey
Bindi Dey @cook_20288876

#c3

ভেজ মোমো (veg momos recipe in Bengali)

#c3

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০-২৫ মিনিট
৬-৭ জন
  1. ১ কাপ বাঁধাকপি কুচনো
  2. ১/২ কাপ গাজর কুচি
  3. ১ টা পেঁয়াজ কুচি
  4. ৪ কোয়া রসুন কুচি
  5. ৩-৪ টা কাঁচা লংকা কুচি
  6. ১/৪ চা চামচ আদা কুচি
  7. ১টেবিল চামচ সয়া সস
  8. ১ চা চামচ গোলমরিচ গুড়ো
  9. ১ টেবিল চামচ সাদা তেল
  10. ১ কাপ ময়দা
  11. স্বাদ মত নুন

রান্নার নির্দেশ সমূহ

২০-২৫ মিনিট
  1. 1

    কড়াইতে তেল গরম করে রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লংকা কুচি দিয়ে একটু ভেজে নিতে হবে তারপর তাতে পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নিতে হবে।

  2. 2

    তারপর তাতে বাঁধাকপি আর গাজর কুচি দিতে বেশি আঁচে ভাজতে হবে। তারপর নুন, সয়া সস আর গোলমরিচ গুড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিতে হবে।

  3. 3

    একটা বড়ো পাত্রে ময়দা সাথে একটু নুন দিয়ে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে ডো টা মেখে নিতে হবে।

  4. 4

    তারপর তার থেকে লেচি কেটে বেলে মাঝখানে বাঁধাকপির পুরটা ভরে সাইডে একটু জল লাগিয়ে মুড়িয়ে মোমো গুলো বানিয়ে নিতে হবে।

  5. 5

    তারপর একটা বড়ো পাত্রে জল গরম বসিয়ে তার ওপর ফুটো ফুটো থালা বসিয়ে মোমো গুলো দিয়ে ঢেকে ৫-১০ মিনিট হতে দিতে হবে ।

  6. 6

    তারপর নামিয়ে মোমো সস দিয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bindi Dey
Bindi Dey @cook_20288876

Similar Recipes