ভেজ মোমো (veg momo recipe in Bengali)

শমীপর্ণা সাহা
শমীপর্ণা সাহা @Shamiparna_kitchen

ভেজ মোমো (veg momo recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৯০মিনিট
৪-৫জন
  1. ১টাবাঁধাকপি কুচি
  2. ২টো পেঁয়াজ কুচি
  3. ৭-১০ কোয়া রসুন কুচি
  4. ২চা চামচ আদাকুচি
  5. স্বাদ মতো লবণ
  6. ১চা চামচ গোলমরিচ গুঁড়ো
  7. ২চা চামচ লঙ্কা কুচি
  8. ৩কাপ ময়দা
  9. পরিমাণ মতোসাদা তেল
  10. ১টেবিল চামচ ধনেপাতা
  11. ১চা চামচ চিনি
  12. ৬-৭টা কাচা লংকা
  13. ২কোয়া রসুন

রান্নার নির্দেশ সমূহ

৯০মিনিট
  1. 1

    ৩কাপ ময়দা নিয়ে ১চা চামচ লবণ ও সাদা তেল ময়ন দিন

  2. 2

    উষ্ণ জল দিয়ে ময়দা মাখুন ও তেল মাখিয়ে রাখুন

  3. 3

    মাখা ময়দা ঢেকে রাখুন

  4. 4

    ১টা বাধাকপি কুচি,২টা পিয়াজ কুচি,৭-১০ কোয়া রসুন কুচি,২চা চামচ আদাকুচি,১চা চামচ গোলমরিচ গুড়া,২চা চামচ লংকা কুচি,স্বাদ মতো লবণ একসঙ্গে মেখে একটি কাপরের সাহায্যে জলটা ছেকে নিন।

  5. 5

    ময়দা ছোট ছোট গুলি করে বেলে ছবির মতো ভাজ করুন

  6. 6

    ভাজ করা মোমো গুলি মোমো প‍্যানে সিদ্ধ করুন

  7. 7

    মোমো স্টাফিং বানানোর সময় যে জলটা ছেকে বের করছিলেন সেটা মোমো সিদ্ধ করার সময় যে জল ব‍্যবহার করবেন তার সাথে মিশান। সাথে সেই জলে কিছুটা স্টাফিং ও মিশান।

  8. 8

    মোমো চাটনির জন‍্য ১টেবিল চামচ ধনেপাতা,১চাচামচ চিনি,৬-৭টা কাচা লংকা,২কোয়া রসুন,স্বাদ মতো লবণ একসাথে বেটে নিন

  9. 9

    মোমো সিদ্ধ হয়ে গেলে চাটনি ও স‍্যুপের সাথে সার্ভ করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
শমীপর্ণা সাহা

Similar Recipes