তন্দুরি চিকেন (tandoori chicken recipe in Bengali)

Shreema Khan
Shreema Khan @shreema

তন্দুরি চিকেন (tandoori chicken recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫মিনিট
২জন
  1. 2 টো চিকেন লেগ
  2. 1 চা চামচআদা বাটা
  3. 1 চা চামচরসুন বাটা
  4. 2-3 টে কাঁচা লঙ্কা বাটা
  5. 1চা চামচ হলুদ গুঁড়ো
  6. স্বাদ মতনুন
  7. 1চা চামচ জিরা গুঁড়ো
  8. স্বাদ মততন্দুরি মসলা
  9. 1 চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  10. প্রয়োজন মত শসা, টমেটো,লেবু,লঙ্কা
  11. প্রয়োজন মত টক দই
  12. প্রয়োজন মত মাখন
  13. প্রয়োজন মত কসুরি মেথি

রান্নার নির্দেশ সমূহ

৪৫মিনিট
  1. 1

    প্রথমে চিকেন এর দুটি লেগ পিস কে টক দই নুন হলুদ আদা রসুন লঙ্কা বাটা সব দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা রাখতে হবে।

  2. 2

    একঘন্টা পরে ওই লেগ পিস গুলোতে একে একে জিরেগুঁড়ো কাসুরি মেথি গুঁড়ো তান্দুরি মসলা আর সবশেষে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভাল করে মাখিয়ে নিতে হবে।

  3. 3

    তারপর ননস্টিকের করায় এ মাখন দিয়ে তার ওপর লেগ পিস গুলো কি দিয়ে ভাসতে হবে ভাজা হয়ে গেলে আবার উল্টো দিকটা ভালো করে ভাজতে হবে।

  4. 4

    এই ভাবে তৈরি হবে তান্দুরি চিকেন আর সেই সাথে আপনাদের নিজেদের ইচ্ছামত পরিবেশন করবেন।খাবার সময় একটু উপর দিয়ে লেবু চিপে দিয়ে নুন ছিটিয়ে খেলে ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shreema Khan
Shreema Khan @shreema

Similar Recipes