সরষে ইলিশ।

C Naseem A
C Naseem A @cook_26638784

ইলিশ দিয়ে যে কোন ভাবেই রান্না করুন না কেন, খেতে চমৎকার লাগে। এর মধ‍্যে আমার পছন্দের তরকারী হচ্ছে সরষে ইলিশ। আমি এটা খুবই সহজ পদ্ধতিতে করি। তাই আমি আজকে পরিবেশন করছি ঝামেলা বিহীন সুস্বাদু সরষে ইলিশ।

সরষে ইলিশ।

ইলিশ দিয়ে যে কোন ভাবেই রান্না করুন না কেন, খেতে চমৎকার লাগে। এর মধ‍্যে আমার পছন্দের তরকারী হচ্ছে সরষে ইলিশ। আমি এটা খুবই সহজ পদ্ধতিতে করি। তাই আমি আজকে পরিবেশন করছি ঝামেলা বিহীন সুস্বাদু সরষে ইলিশ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট।
৬-৮জন।
  1. ৬-৮ টুকরাইলিশ মাছ-
  2. ১/২ কাপসরষে বাটা-
  3. ১/২ কাপপেঁয়াজ কুচি-
  4. ৭/৮ টিকাঁচা মরিচ - চিরে নেওয়া।
  5. ১/৪ কাপধনে পাতা কুচি-
  6. লবণ- স্বাদমতো।
  7. ১/২ কাপসরষের তেল-
  8. পানি- প্রয়োজন মত।

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট।
  1. 1

    মাছ কেটে ধুয়ে নিন। সাদা বা কালো যেকোন সরষে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে একটা কাঁচা মরিচ সহ বেটে নিন, এতে তিতা ভাব থাকলে তা চলে যাবে। যে পাত্রে রান্না করবেন সেটাতে সব উপকরন ও অর্ধেক কাঁচা মরিচ ও ধনেপাতা একসাথে নিয়ে নিন। ভালো করে মাখিয়ে নিন। পরিমাণ মত পানি নিয়ে চূলায় মাঝারি আঁচে ঢেকে বসিয়ে দিন।

  2. 2

    পাঁচ সাত মিনিট পরে ঢাকনা খুলে হালকা ভাবে নেড়ে দিন। আবার ঢেকে দিন ও আরও ৬/৭ মিনিট রান্না করে ঢাকনা খুলে লবণ ও ঝোল ঠিক মত আছে কিনা চেক করুন। এবার বাকী কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে একটু ঝাঁকিয়ে নিয়ে আরও দু তিন মিনিট জ্বাল দিন। ব‍্যাস হয়ে গেল সহজ সুস্বাদু সরষে ইলিশ! গরম গরম ভাতের সাতথ অতুলনীয়!

  3. 3
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
C Naseem A
C Naseem A @cook_26638784

মন্তব্যগুলি

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
রেসিপিটা বেশ ভালো লাগলো🌺
উপস্থাপনাও বেশ ছিমছাম🚀
🍬
আমার রেসিপি গুলো সময় পেলে দেখে লাইক দিতে পারেন আর পছন্দ হলে অনুসরণ দেবেন।🌷

Similar Recipes