সরষে ইলিশ (shorshe ilish recipe in Bengali)

The Bong Astrology
The Bong Astrology @cook_24870456

মনের মতো রেসিপি #Ruma

এটি বাঙালির একটি প্রিয় রেসিপি, আমার তো খুব ভালো লাগে, তাই বানিয়ে নিলাম আমার পছন্দের সরষে ইলিশ।

সরষে ইলিশ (shorshe ilish recipe in Bengali)

মনের মতো রেসিপি #Ruma

এটি বাঙালির একটি প্রিয় রেসিপি, আমার তো খুব ভালো লাগে, তাই বানিয়ে নিলাম আমার পছন্দের সরষে ইলিশ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 সারভিংস
  1. 4 পিসইলিশ মাছ
  2. 2টেবিল চামচসরষে বাটা
  3. 2টেবিল চামচপিঁয়াজ বাটা
  4. 1টেবিল চামচআদা-রসুন-জিরা বাটা
  5. ৫ - ৬ টিকাঁচা লঙ্কা
  6. স্বাদ মতলবণ
  7. 2 টেবিল চামচসরিষার তেল
  8. ২ টেবিল চামচসয়াবিন তেল
  9. 1 চা চামচহলুদ গুঁড়া
  10. 1 চা চামচলঙ্কা গুঁড়া
  11. 1 চিমটিকালজিরে

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে মাছ টি পরিষ্কার করে নিন,তার পর পিস পিস করে কেটে নিন, এর পর এই মাছের পিস গুলো একটি পাত্রে লবণ ও হলুদ মাখিয়ে রেখে দিন।

  2. 2

    এর পর প্রথমে একটি পাত্রে তেল দিয়ে সেটি গরম হলে তাতে কালিজিরা ফোঁড়ন দিতে হবে। এর পর সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, (সরষে বাটা আর কাঁচা লঙ্কা ছাড়া), তারপর মাছের পিস গুলো দিতে হবে সাথে এক বা দু কাপ গরম জল দিয়ে ঢেকে দিন৫ মিনিটের জন্য। ঢাকনা তুলে সরষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে। তেল মাছের উপরে ওঠে এলেই নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
The Bong Astrology
The Bong Astrology @cook_24870456

Similar Recipes