ভ্যানিলা কেক(Vanilla cake recipe in bengali)

Sampa Basak
Sampa Basak @cook_23863697_
Jalpaiguri, India

#CCC
#এটি একটি দারুণ টেষ্টি কেকের রেসিপি। ক্রিস্টমাসে (বড়দিনে)এমন একটি কেক বানিয়ে আমরা বাড়ির সবাই কে তাক লাগিয়ে দিতে পারি।

ভ্যানিলা কেক(Vanilla cake recipe in bengali)

#CCC
#এটি একটি দারুণ টেষ্টি কেকের রেসিপি। ক্রিস্টমাসে (বড়দিনে)এমন একটি কেক বানিয়ে আমরা বাড়ির সবাই কে তাক লাগিয়ে দিতে পারি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৬ জন
  1. ১ কাপ ময়দা
  2. ১ কাপ চিনি
  3. ১চা চামচ লবণ
  4. ১ চা চামচ ভ্যানিলা এসেন্স
  5. ১ কাপ সাদা তেল
  6. ৩ টি ডিম
  7. ১ কাপ গুঁড়ো দুধ
  8. ১ চা চামচ বেকিং পাউডার

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে একটি পাত্রে ডিম ফাটিয়ে নিতে হবে।

  2. 2

    এরপরে হ্যান্ড ব্লানডার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর চিনি, লবণ, ভ্যানিলা এসেন্স ও তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    এরপরে একটি ছাঁকনী তে ময়দা,গুঁড়ো দুধ ও বেকিং পাউডার নিয়ে ছেঁকে নিয়ে কেকের ব্যাটারে মেশাতে হবে ও ভালো করে ব্লেন্ড করতে হবে।

  4. 4

    এরপরে একটি অ্যালুমিনিয়ামের পাএে তেল মাখিয়ে নিতে হবে। এরপর গোল করে কেটে রাখা কাগজ পাএের নিচে বসিয়ে দিতে হবে।

  5. 5

    এরপরে ব্যাটারগুলো সেই পারে দিতে হবে। তারপর আগে থেকে একটি তাওয়া বসিয়ে গরম করতে হবে। এরপর সেই তাওয়াতে পাএটি বসিয়ে ২৫/৩০ মিনিট ঢাকা দিয়ে অল্প আঁচে রাখতে হবে।

  6. 6

    এরপরে ঢাকনা উঠিয়ে টুথপিক দিয়ে দেখতে হবে কেক ঠিক মতো হয়েছে কিনা....।

  7. 7

    এরপরে কেক ঠান্ডা হলে অন্য একটি পাত্রে রাখতে হবে।

  8. 8

    এরপরে চাকু দিয়ে কেটে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sampa Basak
Sampa Basak @cook_23863697_
Jalpaiguri, India
cooking is my love and passion
আরও পড়ুন

Similar Recipes