কফি ভ্যানিলা কেক (coffee vanilla cake recipe in Bengali)

SamiraTahira 279
SamiraTahira 279 @cook_21665068

জন্মদিনে এরকম একটা কেক হলে কেমন হবে!

কফি ভ্যানিলা কেক (coffee vanilla cake recipe in Bengali)

জন্মদিনে এরকম একটা কেক হলে কেমন হবে!

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

প্রায় ২ ঘন্টা
  1. কেকের ব্যাটার
  2. ১কাপময়দা
  3. ২ টেবিল চামচগুঁড়ো দুধ
  4. ১/২ চা চামচবেকিং পাউডার
  5. ৩ টাডিম
  6. ১কাপচিনি
  7. ১কাপতেল/মাখন
  8. ১/২ চা চামচভ্যানিলা এসেন্স
  9. ১ চা চামচকফি
  10. প্রয়োজন অনুযায়ীপানি

রান্নার নির্দেশ সমূহ

প্রায় ২ ঘন্টা
  1. 1

    প্রথমে একটি পাত্রে সব শুকনা উপকরণ গুলো ভালো করে চেলে নিতে হবে। অন্য একটা পাত্রে কফি সামান্য পানি দিয়ে গুলিয়ে নিতে হবে।

  2. 2

    এবার একটা পাত্রে ডিম বিট করে নিতে হবে । তারপর চিনি, তেল, ভ্যানিলা এসেন্স,গোলানো কফি দিয়ে আবারও বিট করে নিতে হবে। এবার যে পাত্রে শুকনো উপকরণ গুলো আছে সেই পাত্রে তরল উপকরণ গুলো ঢেলে দিতে হবে । একটি চামচের সাহায্যে সব উপকরণ গুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন কেকের পাত্রে তেল ব্রাশ করে নিতে হবে। এরপর কেকের বেটারটা ঢেলে দিতে হবে। তারপর ওভেনে দিয়ে ১৮০° তাপমাত্রায় ৫০ মিনিট সময় রাখতে হবে ।

  3. 3

    কেক ঠান্ডা হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে নিতে হবে। এবার কেকের ক্রিম এর প্যাকেট বাজারে কিনতে পাওয়া যায়। এক প্যাকেট দিয়ে ক্রিম তৈরি করে নিতে হবে। তারপর সেই ক্রিম দিয়ে কেক সাজিয়ে নিতে হবে। এবং কেক ডেকোরেশন বল দিয়ে সাজিয়ে দিতে হবে। তৈরি হয়ে যাবে মজাদার কফি ভ্যানিলা কেক।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SamiraTahira 279
SamiraTahira 279 @cook_21665068

মন্তব্যগুলি

Similar Recipes