ভ্যানিলা কেক (vanilla cake recipe in Bengali)

Nabanita Neogi
Nabanita Neogi @cook_27923135

ভ্যানিলা কেক (vanilla cake recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

এক ঘণ্টা
৫-৬ জন
  1. 1 কাপআটা/ময়দা
  2. 2 চা চামচমাখন
  3. 3 টেডিম
  4. 1 কাপগুঁড়ো চিনি
  5. 1টেবিল চামচ ভ্যানিলা এসেন্স
  6. 1 চা চামচবেকিং পাউডার
  7. 1/3 কাপদুধ
  8. 1/2 কাপতেল
  9. 1/4 কাপনারকেল গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

এক ঘণ্টা
  1. 1

    ওভেন ১৫০℃-এ preheat করে বেকিং পাত্র অল্প মাখন আর ময়দা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিতে হবে।

  2. 2

    ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে দুটো আলাদা পাত্রে রাখতে হবে।

  3. 3

    ডিমের কুসুমের সঙ্গে আধ কাপ গুঁড়ো চিনি আর ভ্যানিলা এসেন্স মিশিয়ে ভালো করে ফেটাতে হবে।

  4. 4

    মিশ্রণটিতে আটা/ময়দা আর বেকিং পাউডার দিয়ে আবার ফেটাতে হবে।

  5. 5

    এরপর ডিমের সাদা অংশটি ব্লেন্ডার দিয়ে ফেটাতে হবে ফেনা না হওয়া পর্যন্ত। এর সঙ্গেই গুঁড়ো চিনি দিয়ে ফেটাতে হবে ঘন না হওয়া পর্যন্ত।

  6. 6

    ময়দার মিশ্রণটির সঙ্গে দুধ আর তেল মেশাতে হবে। সেই সঙ্গে ১/৩ কাপ ডিমের সাদা মিশিয়ে ভালো করে ফেটাতে হবে।

  7. 7

    এরপর অবশিষ্ট ডিমের সাদা অংশ আর নারকেল গুঁড়ো মিশ্রণের সঙ্গে মিশিয়ে smooth batter তৈরী করতে হবে।

  8. 8

    সম্পূর্ণ মিশ্রণটি greased বেকিং পাত্রে দিয়ে ৪০ মিনিট মতো বেক করতে হবে।

  9. 9

    ঠাণ্ডা হলে বেকিং পাত্র থেকে বের করে ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nabanita Neogi
Nabanita Neogi @cook_27923135

Similar Recipes