কুকুম্বার চিলা (Cucumber chila recipe in Bengali)

ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

#td ইপ্সিতা দি র রেসিপি কুকুম্বার চিলা এটা শিখে বানিয়ে শেয়ার করলাম। কুকপাড থেকে অনেক রান্না শিখেছি। থাংকিউ কুকপাড ।

কুকুম্বার চিলা (Cucumber chila recipe in Bengali)

#td ইপ্সিতা দি র রেসিপি কুকুম্বার চিলা এটা শিখে বানিয়ে শেয়ার করলাম। কুকপাড থেকে অনেক রান্না শিখেছি। থাংকিউ কুকপাড ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১টাকুকুম্বার / শসা
  2. ১/২কাপসুজি
  3. ১কাপময়দা
  4. ১টেবিল চামচবেসন
  5. স্বাদ মতোনুন
  6. ১/২চা চামচচিনি
  7. ২টেবিল চামচধনেপাতা কুচি
  8. ২টোকাঁচা লঙ্কা
  9. ১ চা চামচআদা রসুন বাটা
  10. ১চা চামচ কালো তিল
  11. প্রয়োজন মতসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    কুকুম্বার গ্রেট করে নিতে হবে।

  2. 2

    একটা বড় বাটিতে বাকি সব উপকরণ একসঙ্গে নিয়ে জল দিয়ে একটা বেটার বানাতে হবে।

  3. 3

    এতে কুকুম্বার টা মিশিয়ে ৫মিনিট ঢেকে রেখে দিতে হবে।

  4. 4

    এতে সুজি টা ও ফুলবে। আর বেটার টার ঘনত্ব টা কতটা রাখতে হবে, সেটাও বোঝা যাবে।

  5. 5

    একটা নন্সটিক পান গড়ম করে তাতে সাদা তেল দিয়ে চারদিক মাখিয়ে, এক হাতা বাটার দিতে হবে। ফ্রাই পান টা ঘুরিয়ে বাটার টা বড়,পাতলা করতে হবে।

  6. 6

    এই সময় আচ মিডিয়াম রাখতে হবে।

  7. 7

    ধীরে ধীরে চিলাটা শুকনো হয়ে আসবে।

  8. 8

    চারদিকে একটু করে তেল ছড়িয়ে দিতে হবে।

  9. 9

    উল্টে দিয়ে ভালো করে ভেজে নিলেই রেডি কুকুম্বার চিলা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

Similar Recipes