কাঁচাকলার খোসা বাটা (kanchakolar khosa bata recipe in Bengali)

Mousumi Mishra
Mousumi Mishra @mishramou64


#FHF
#মা_ঠাকুমার_রান্না
মা-দিদিমার কাছে শেখা

কাঁচাকলার খোসা বাটা (kanchakolar khosa bata recipe in Bengali)


#FHF
#মা_ঠাকুমার_রান্না
মা-দিদিমার কাছে শেখা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20মিনিট
6 জন
  1. 4 টেকাঁচাকলার খোসা
  2. 6 টাকাঁচালঙ্কা
  3. 8 কোয়ারসুন
  4. 1টাপেঁয়াজ
  5. 50 এম এলসর্ষের তেল
  6. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  7. 1 চা চামচ কালোজিরে
  8. স্বাদ মতলবণ ,চিনি
  9. পরিমাণ মতকাঁচাকলা সেদ্ধ করার জন‍্য অল্প জল।

রান্নার নির্দেশ সমূহ

20মিনিট
  1. 1

    1. চারটি কাঁচাকলা খোসা ছাড়িয়ে, ভালো করে ধুয়ে নিয়ে, অল্প জল দিয়ে সেদ্ধ করতে হবে। কুকারে 1টা সিটি দিয়ে নেবো।

  2. 2

    ঠান্ডা হলে খোসা গুলো মিক্সির বাটিতে নিয়ে, সাথে কাঁচালঙ্কা, ছাড়ানো রসুনের কোয়া দিয়ে ভালো করে পিষে নিতে হবে।

  3. 3

    এবার পিয়াঁজ ছোট করে কুচিয়ে নিতে হবে। কড়াইয়ে শরষের তেল গরম করে, কালোজিরে ফোড়ন দিয়ে, পেয়াঁজ ভালো করে ভেজে নিয়ে খোসা বাটার মিশ্রণটা কড়াইয়ে ঢেলে দেবো।

  4. 4

    লবণ, হলুদ ও চিনি মিশিয়ে ভালো করে নাড়তে থাকবো। জল শুকিয়ে মাখো মাখো হয়ে আসবে। কড়াইয়ে যখন আর লাগবে না, তখন বুঝতে হবে, রান্না হোয়ে গেছে।

  5. 5

    লবণ ও মিষ্টি সবাই নিজের স্বাদ অনুযায়ী ব‍্যাবহার করবেন।

  6. 6

    গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। খুব ই সুস্বাদু খাবার।

  7. 7

    মুখের স্বাদ ফিরিয়ে আনে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mousumi Mishra
Mousumi Mishra @mishramou64
ছোট থেকে মা যখন বাড়িতে থাকতেন না, বিভিন্ন রকম রাঁধতে ভালো লাগতো।
আরও পড়ুন

Similar Recipes