পটল চিংড়ি (potol chingri recipe in bengali)

Debashree Deb
Debashree Deb @Shree_deb1980

পটল চিংড়ি (potol chingri recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মি
3 সারভিংস
  1. 6 টিপটল ডুমোকরে কাটা
  2. 2 টিআলু ডুমো করে কাটা
  3. 250 গ্রাম চিংড়ি মাছ
  4. 1 চা চামচআদা বাটা
  5. 1 চা চামচকরে ধনে, জিরে লঙ্কা, হলুদ গুঁড়ো
  6. স্বাদমতোনুন চিনি
  7. 1 চা চামচগরম মশলা গুঁড়ো
  8. পরিমান মত তেল

রান্নার নির্দেশ সমূহ

40 মি
  1. 1

    নুন হলুদ মাখানো চিংড়ি মাছ ভেজে নিতে হবে।

  2. 2

    ঐ তেলে পটল আর আলু ও নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে।

  3. 3

    এবার একটু তেলে মেথি ফোড়ন দিয়ে টমেটো দিতে হবে।

  4. 4

    টমেটো নরম হলে একে একে সব গুড়ো মশলা দিয়ে কষাতে হবে। আলু আর পটল গুলোও দিয়ে দিতে হবে।

  5. 5

    মশলা তেল ছারলে জল দিয়ে ঢাকা দিতে হবে।

  6. 6

    সিদ্ধ হয়ে এলে চিংড়িগুলো দিয়ে আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। শেষে ঘি ও গরম মশলা গুড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debashree Deb
Debashree Deb @Shree_deb1980

Similar Recipes