চিকেন কষা(Chicken kosha recipe in Bengali)

Soumi Mukherjee
Soumi Mukherjee @Soumi_21

চিকেন কষা(Chicken kosha recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1কেজি চিকেন
  2. 500 গ্রামআলু
  3. 250 গ্রামপেঁয়াজ
  4. 1 টাগোটা রসুন বাটা
  5. 1টেবিল চামচ আদা বাটা
  6. 1/4 কাপধনেপাতা ও পুদিনা পাতা কুচি
  7. 1/4 কাপটকদই
  8. 1 কাপটমেটো পিউরি
  9. 1 চা চামচলাল লঙ্কার গুঁড়ো
  10. 2 টোকাঁচা মরিচ বাটা
  11. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  12. 1টেবিল চামচ ধনে গুঁড়ো
  13. 3-4 টেএলাচ লবঙ্গ ও দারচিনি
  14. স্বাদ মতনুন ও চিনি
  15. পরিমাণ মততেল ও ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চিকেন ধুয়ে নুন হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো, ধনেপাতা ও পুদিনা পাতা কুচি টকদই মিশিয়ে নিন

  2. 2

    আলু টুকরো করে কেটে নুন, হলুদ দিয়ে ভালো করে ভাজুন এবং তুলে রাখুন

  3. 3

    এবার কড়াইয়ে তেল গরম করে তাতে গোটা গরম মশলা দিয়ে দিন এবং পেঁয়াজ আদা রসুন কুচি দিয়ে ভালো করে ভাজুন

  4. 4

    চিকেন দিয়ে দিন এবং ভাল করে ভাজুন নুন হলুদ দিয়ে,কম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিন

  5. 5

    ভাজা হলে ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো টমেটো পিউরি দিয়ে দিন এবং ভাল করে কষিয়ে আলু দিয়ে দিন

  6. 6

    সিদ্ধ হয়ে গেলে চিনি ও ধনেপাতা পুদিনাপাতা কুচি দিয়ে নেড়ে নামিয়ে পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soumi Mukherjee
Soumi Mukherjee @Soumi_21

মন্তব্যগুলি

Similar Recipes