মজাদার মাটন‌ কষা (Mutton kosha recipe in Bengali)

Sushmita Chakraborty
Sushmita Chakraborty @Suhmita_16

মজাদার মাটন‌ কষা (Mutton kosha recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
4 সারভিংস
  1. 500 গ্রামমাটন
  2. 3 টেপেঁয়াজ কুচি
  3. 1টেবিল চামচ রসুন বাটা
  4. 1.5 চা চামচআদা বাটা
  5. 2টেবিল চামচ আদা পেঁপে রসুন ও কাঁচা মরিচ বাটা
  6. 1 চা চামচহলুদ গুঁড়ো
  7. 1 চা চামচজিরা গুঁড়ো
  8. 1.5 চা চামচধনে গুঁড়ো
  9. 1 চা চামচলাল লঙ্কার গুঁড়ো
  10. 1/2 চা চামচকাশ্মীরী লাল লঙ্কার গুঁড়ো
  11. 1 টুকরোদারচিনি
  12. 2-3 টেলবঙ্গ
  13. 1 টাবড় এলাচ
  14. 5-6 টাগোটা গোলমরিচ
  15. 1 টাশুকনো লঙ্কা
  16. 1 চা চামচবাড়িতে তৈরি স্পেশাল মশলা
  17. 50 গ্রামটকদই
  18. 1 চা চামচশাহী গরম মশলা

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    মাটন গরম জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিন ।এর মধ্যে আদা রসুন পেঁপে বাটা,1/2 চা চামচ গরম মশলা,লাল লঙ্কার গুঁড়ো, হলুদ তেল ও নুন এবং টকদই মিশিয়ে ম্যারিনেট করে রাখুন

  2. 2

    কড়াই এ তেল গরম করে তাতে গোটা গরম মশলা, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা ও জিরা ফোড়ন দিয়ে দিন এবং সুন্দর গন্ধ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করুন

  3. 3

    এবার পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজুন নুন হলুদ দিয়ে, লালচে করে ভেজে আদা রসুন বাটা দিয়ে দিন এবং কাঁচা গন্ধ দুর হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিন

  4. 4

    ম্যারিনেট করা মাটন দিয়ে দিন এবং ভাল করে কষিয়ে নিন নুন হলুদ দিয়ে,কম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিন

  5. 5

    এভাবেই 15 -20 মিনিট কষিয়ে আঁচ বন্ধ করে রাখুন।25 মিনিট বাদে অন্য একটা পাত্রে তেল ও ঘি দিয়ে ভালো করে গরম করে তাতে জিরা ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো,চিনি (ঐচ্ছিক),হলুদ‌ ও স্পেশাল মশলা গুঁড়ো মিশিয়ে দিয়ে দিন এবং ভাল করে কষিয়ে নিন

  6. 6

    মাটন ঐ মশলার মধ্যে দিয়ে মিশিয়ে নিন এবং 5-6 মিনিট কষিয়ে গরম মশলা গুঁড়ো মিশিয়ে নামিয়ে নিন এবং পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sushmita Chakraborty

Similar Recipes