ড্রাই চিলি চিকেন (Dry Chilli Chicken recipe in Bengali)

Sweta Sarkar
Sweta Sarkar @swetasarkar108

ড্রাই চিলি চিকেন (Dry Chilli Chicken recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ জনের জন্য
  1. ৪০০ গ্রাম চিকেন
  2. ১ টা ক্যাপ্সিকাম
  3. ২ টো পেঁয়াজ
  4. ৩ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার
  5. ১ টা ডিম
  6. স্বাদ অনুসারেনুন
  7. ১ চা চামচ চিনি
  8. ১ টেবিল চামচ সোয়া সস
  9. ১ টেবিল চামচ টমেটো সস
  10. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  11. ২০০মিলি লিটাররিফাইন্ড তেল
  12. ১ টেবিল চামচ আদা রসুন বাটা
  13. ১ চা চামচ চিলি সস

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    চিকেন ভালো করে ধুয়ে নিতে হবে।

  2. 2

    চিকেনের সাথে নুন, ডিম, কর্ণফ্লাওয়ার, সোয়া সস ভালোভাবে মিশিয়ে মেখে নিতে হবে।

  3. 3

    এবার চিকেন গুলো ভেজে নিতে হবে।

  4. 4

    ভাজা চিকেন একটি পাত্রে তুলে রাখতে হবে।

  5. 5

    পেঁয়াজ ও ক্যাপ্সিকাম ডুমো ডুমো করে কেটে নিতে হবে। কাঁচা লঙ্কা কুচি করে নিতে হবে। ওই তেলে পেঁয়াজ, ক্যাপ্সিকাম ও কাঁচা লঙ্কা নাড়াচাড়া করে আদা রসুন বাটা দিয়ে কষাতে হবে।

  6. 6

    এরপর সোয়া সস, টমেটো সস, চিলি সস, নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো, জলে গোলানো কর্ণফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভাজা চিকেন দিয়ে ভালভাবে ভাজা ভাজা করে একেবারে ড্রাই করে নামাতে হবে।

  7. 7

    ফ্রাইড রাইস এর সাথে পরিবেশণ করুন ড্রাই চিলি চিকেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sweta Sarkar
Sweta Sarkar @swetasarkar108

মন্তব্যগুলি

Similar Recipes