মাটন রোগন জোশ (Mutton rogan josh recipe in Bengali)

Haatha_Khunti
Haatha_Khunti @beauty_ghosh

মাটন রোগন জোশ (Mutton rogan josh recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১কেজিমাংস
  2. ১কেজিপেঁয়াজ কুচানো
  3. ২ টেবিল চামচআদা রসুন বাটা
  4. ১ কাপ দই
  5. পরিমাণ মতোসর্ষে তেল
  6. স্বাদমতোনুন চিনি
  7. প্রয়োজন অনুযায়ীলবঙ্গ,এলাচ, দারচিনি,তেজপাতা,বড় এলাচ, রতনজোট
  8. স্বাদ অনুযায়ীকাশ্মীরি মির্চ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    রতনজোট একটা পাত্রে রেখে গরম সর্ষে তেল দিয়ে দিতে হবে। কিছুক্ষণ রাখার পরে তেলের রংটা লাল হয়ে যাবে। এটা দিয়ে রং হবে।

  2. 2

    মাংস টা দই আর এক চামচ আদা রসুন বাটা দিয়ে আধা ঘনটা রেখে দিতে হবে।

  3. 3

    প্রেসার কুকার এ তেল দিয়ে রতনজোট ছাড়া বাকি গরম মসলা ফোড়ন দিতে হবে ।

  4. 4

    পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন করে ভাজতে হবে। এবার আদা রসুন বাটা,নুন অল্প চিনি লাল লঙ্কার গুঁড়ো (ইচ্ছে হলে) কাশ্মীরি মীর্চ একটু বেশি করে দিতে হবে।হলুদ দিতে হবে না।

  5. 5

    ভালো করে কষানো হলে মাংস দিয়ে আবার একটু কষাতে হবে।রতঞ্জতের তেল টা ছেঁকে দিয়ে দিতে হবে।

  6. 6

    এক কাপ জল দিয়ে ঢাকা বন্ধ করে, মিডিয়াম আঁচে ৩টে সিটি দিতে হবে।

  7. 7

    খুব বেশি গলাতে হবে না। তাই মাংস অনুযায়ী সিটি টা আন্দাজ করে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Haatha_Khunti
Haatha_Khunti @beauty_ghosh

Similar Recipes