ভাত ভাজা(Bhat bhaja recipe in Bengali)

Anushree Das Biswas
Anushree Das Biswas @cook_0107

ভাত ভাজা(Bhat bhaja recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২ জন
  1. ২কাপ ভাত
  2. ৩ টেফুলকফির ফুল
  3. ২টেবিল চামচ গাজর কুচি
  4. ২ টো বিন্স কুচি
  5. ১ টা ছোট আলু ছোট কিউব করে কাটা
  6. ১ চা চামচ আদা কুচি
  7. ১/২পেঁয়াজ কুচি
  8. ২ টোকাঁচালঙ্কা কুচি
  9. ১ টাডিম
  10. স্বাদ মতনুন
  11. ৩ টেবিল সামচ সাদা তেল
  12. ১চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    সব কিছু গুছিয়ে নিলাম।
    কড়াই এ তেল দিয়ে আদা কুচি ও কাঁচালঙ্কা কুচি দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজ কুচি দিলাম।

  2. 2

    একটু ভেজে কেটে রাখা সবজি আলু ও ফুলকফি দিয়ে কিছুক্ষণ ভেজে গাজর ও বীনস দিলাম।নুন দিলাম।একটু ভাজা হলে কড়াইয়ের মাঝে ফেটানো ডিম দিলাম।ডিম সেট হয়ে গেলে সেটাকে ঝুরো করে সবজির সাথে মিশিয়ে দিলাম।

  3. 3

    এবার ভাত টা দিয়ে সব ভাল করে মিশিয়ে নিলাম।নামানোর আগে ঘি ছড়িয়ে মিশিয়ে দিলাম।চাইলে ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পার।ব্যস সার্ভ করার জন্য রেডি ভাত ভাজা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Anushree Das Biswas

Similar Recipes