লুচি - আলুর দম(luchi O aloor dum recipe in Bengali)

Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01

#ebook2
#india2020
নববর্ষ বাঙালির কাছে একটি বিশেষ দিন। সেইজন্য খাওয়া দাওয়াও বিশেষ হতে হবে, তাই সকালের জলখাবারের
লুচি আলুর দম ও মিষ্টি এই মেনু দিয়ে শুরু করা যেতেই পারে।

লুচি - আলুর দম(luchi O aloor dum recipe in Bengali)

#ebook2
#india2020
নববর্ষ বাঙালির কাছে একটি বিশেষ দিন। সেইজন্য খাওয়া দাওয়াও বিশেষ হতে হবে, তাই সকালের জলখাবারের
লুচি আলুর দম ও মিষ্টি এই মেনু দিয়ে শুরু করা যেতেই পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
3 -4 জনের জন্য
  1. 2 বাটিময়দা
  2. 4টেবিল চামচ ঘি
  3. 1 চিমটিনুন
  4. পরিমাণ অনুযায়ী লুচি ভাজা জন্য সাদা তেল
  5. আলুর দমের জন্য :-
  6. 400 গ্রাম আলু
  7. 1 চিমটিহিং
  8. 1 চা চামচআদা
  9. 1টি ছোট টমেটো কুচি
  10. 1টি তেজপাতা
  11. 1/4 চা চামচগোটা জিরে
  12. 1টি শুকনো লঙ্কা
  13. 1 চা চামচআদা বাটা
  14. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  15. স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা ও শুকনো লঙ্কা গুঁড়ো
  16. স্বাদ অনুযায়ীনুন ও চিনি
  17. 4 চা চামচসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথমে দু বাটি ময়দা একটি পাত্রে ঢেলে, চার টেবিল চামচ ঘি,এক চিমটি নুন ও পরিমাণ মতো ইশদ উষ্ণ গরম জল দিয়ে মেখে ময়দার ডো বানিয়ে নিতে হবে। তারপর হাতের তালু দিয়ে ভালো করে দলে দলে মেখে নিয়ে, ছোট ছোট লেচি কেটে নিয়ে গোল করে পাকিয়ে নিতে হবে।

  2. 2

    এবার লুচি গুলি বেলে একটি পাত্রে রাখতে হবে।

  3. 3

    এবার কড়াতে পরিমাণ মতো সাদা তেল দিতে হবে। গ্যাসের আঁচ জোর করে তেল গরম হয়ে ধোঁয়া উঠলে তবেই, একটি একটি করে বেলা লুচি তেলের মধ্যে ছাড়তে হবে। এবার লুচির দুপিঠ ভালো করে ভেজে নিতে হবে।

  4. 4

    এবার চারশো গ্ৰাম আলু খোলা ছাড়িয়ে সাইজ করে কেটে নিয়ে প্রেসারে জল দিয়ে বসিয়ে দুটি সিটি দিয়ে নামিয়ে নিতে হবে। কড়াতে চার টেবিল চামচ সরষের তেল দিয়ে কোয়ার্টার চা চামচ গোটা জিরে ও একটি শুকনো লঙ্কা, একটী তেজপাতা এবং এক চিমটি হিং ফোরন দিয়ে, সিদ্ব করা আলুগুলো জল ছেঁকে নিয়ে কড়াতে দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, নুন ও চিনি, টমেটো কুচি কষিয়ে উপরে ভাজা মশলা ছড়িয়ে দিতে হবে।

  5. 5

    এবার লুচি ও আলুর দম তৈরী। গরম গরম মিষ্টি সহযোগে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01
আমি রান্না করতে ভালবাসি, নিত্য নতুন রান্না কুকপ্যাড থেকে শিখে বানানোর চেষ্টা করি।
আরও পড়ুন

Similar Recipes