লাবড়া(labra recipe in Bengali)

স্বর্নাক্ষী চ্যাটার্জি
স্বর্নাক্ষী চ্যাটার্জি @swarnakshi_chef
মধ্যমগ্রাম, উত্তর ২৪পরগনায়

#LSR
লক্ষ্মীপুজোর এক অবিচ্ছেদ্য ভোগের অংশ লাবড়া।খিচুড়ির সঙ্গে এর জোড়ি কমাল কি।

লাবড়া(labra recipe in Bengali)

#LSR
লক্ষ্মীপুজোর এক অবিচ্ছেদ্য ভোগের অংশ লাবড়া।খিচুড়ির সঙ্গে এর জোড়ি কমাল কি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
4জনের
  1. 200 গ্রামবাঁধাকপি
  2. 1 টি মাঝারি বেগুন
  3. 5-6 টিশিম
  4. 200 গ্রামকুমড়ো
  5. 2 টিমুলো
  6. 4-5 টিবরবটি
  7. 2 টিআলু
  8. 1 টিরাঙাআলু
  9. 2 টিগাঠিকচু
  10. 1 টি বড় টমেটো কুচি করা
  11. 1/2 কাপনারকেল কোরা
  12. 2 টেবিল চামচআদা বাটা
  13. 2 চা চামচকাঁচালংকা বাটা
  14. 2 টেবিল চামচজিরে ভাজার গুঁড়ো
  15. 1 টেবিল চামচগরম মশলা গুঁড়ো
  16. 1 চা চামচহলুদ গুঁড়ো
  17. 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো
  18. 2 টেবিল চামচঘি
  19. প্রয়োজন অনুযায়ীজিরে-শুকনো লঙ্কা-তেজপাতা ফোঁড়ন
  20. পরিমাণ মততেল

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    সব সবজি বড় টুকরোয় কেটে নাও।

  2. 2

    এবার কড়াই তে তেল গরম করে 1/2চা চামচ জিরে,2টি শুকনোলংকা,2টি তেজপাতা ফোড়ন দাও।আদা বাটা,লংকাবাটা,হলুদ,লংকা গুঁড়ো,জিরে ভাজা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে টোম্যাটোর কুচি আর নারকেল কোরা দাও টোম্যাটো গলে গেলে সব্জি দিয়ে ভাল করে মিশিয়ে নুন দিয়ে ঢাকা দাও।

  3. 3

    সব্জি থেকে জল বেরিয়ে সব্জি সেদ্ধ হবে।ভালো করে নাড়িয়ে শুকনো করে ঘি গরমমশলা আর চিনি দিয়ে নেড়ে নামাও।কিছুক্ষন রেখে পরিবেশন কর।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
স্বর্নাক্ষী চ্যাটার্জি
মধ্যমগ্রাম, উত্তর ২৪পরগনায়
আমি একজন গৃহবধূ, ভালবেসে রান্না করি,আর হারিয়ে যাওয়া রান্না কে নিজের মত করে আবারও ফিরিয়ে আনার চেষ্টা করি।কুকপ্যাডে এসে আমার স্বপ্ন সফল করার এক দিশা খুজে পেলাম।
আরও পড়ুন

Similar Recipes