লাবড়া (Labra recipe in bengali)

Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

বাঙালির যে কেন পূজো পার্বণে ঠাকুরের ভোগে দেওয়ার জন্য উপযুক্ত সম্পূর্ণ নিরামিষ লাবড়া.

লাবড়া (Labra recipe in bengali)

বাঙালির যে কেন পূজো পার্বণে ঠাকুরের ভোগে দেওয়ার জন্য উপযুক্ত সম্পূর্ণ নিরামিষ লাবড়া.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৯ জন
  1. ৩ টে বড় আলু
  2. ১.৫ টা বেগুন
  3. ১ টা মূলো
  4. ১৫০ গ্রাম বরবটি
  5. ২ টো গাজর
  6. ১০০ গ্ৰামশিম
  7. ৪ টে পটল
  8. ১৫০ গ্রামমিষ্টি কুমড়ো
  9. ১৫-১৬ টা বড়ি
  10. ২ টো মূলোর শাক
  11. ১/২ চা চামচ পাঁচফোড়ন
  12. ১ টা +১ টাতেজপাতা ,শুকনো লঙ্কা
  13. ১ টেবিল চামচ চিনি
  14. স্বাদ মত নুন
  15. ১ টেবিল চামচ আদা বাটা
  16. ১ চা চামচ জিরে গুঁড়ো
  17. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  18. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  19. ১ চা চামচ জিরে
  20. ১ টা+১ টা+১ চা চামচ তেজপাতা, শুকনো লঙ্কা,জিরে সমেত ড্রাই রোস্ট পাউডার
  21. ১ চা চামচ ঘি
  22. স্বাদ মত চেরা কাঁচালঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    সমস্ত সব্জি ছবির মতো করে কেটে ধুয়ে নিন, সবার প্রথম বড়ি তেলে লাল করে ভেজে তুলে রাখুন এবার ওই তেলে পাঁচফোড়ন ১ টা শুকনো লঙ্কা ১ টা তেজপাতা ফোড়ন দিন

  2. 2

    ফোড়ন সুন্দর ভাজা হলে একটু নুন সমেত আদা বাটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে মূলোর টুকরো গুলো আগে দিয়ে সমস্ত সব্জি দিয়ে একটু নাড়াচাড়া করে নিন

  3. 3

    এরপর পরিমাণ মতো নুন দিয়ে আবারোও একটু টাইম সব সব্জি নেড়েচেড়ে নিয়ে মূলোর শাক দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে মিশিয়ে নিন

  4. 4

    এরপর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও চিনি যোগ করুন

  5. 5

    সব মসলা সব্জির সাথে কষিয়ে নিয়ে মিডিয়াম আঁচে সব্জি ভালো করে কষিয়ে বা ভেজে নিয়ে পরিমাণ মতো জল যোগ করুন, তবে খুব বেশি জলের প্রয়োজন হয় না. জল দিয়ে ভেজে রাখা বড়ি হাত দিয়ে হালকা ভেঙে দিন ও চেরা কাঁচালঙ্কা দিন

  6. 6

    সমস্ত সব্জি সুসিদ্ধ হলে বা বেশ গা মাখা হলে নামানোর আগে ড্রাই রোস্ট মসলা দিয়ে ১ মিনিট নাড়াচাড়া করে গরম ঘি দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি মুখে লেগে থাকা লাবড়া..পুরো রান্নাটাই কিন্তু লো টু মিডিয়াম আঁচে করতে হবে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

মন্তব্যগুলি

Similar Recipes