লাবড়া (Labra recipe in Bengali)

Ruby Bose
Ruby Bose @rubyz2

বসন্ত পঞ্চমী থেকে লাবড়া বেছে নিলাম।

#FFW
#week1

লাবড়া (Labra recipe in Bengali)

বসন্ত পঞ্চমী থেকে লাবড়া বেছে নিলাম।

#FFW
#week1

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৬ জন
  1. ৩ টি মূলো
  2. ৮ - ১০ টি বরবটি
  3. ১৫০ গ্রাম মিষ্টি কুমড়ো
  4. ১/২ + ১/২ সবুজ ক্যাপ্সিকাম,হলুদ ও লাল বেল পেপার
  5. ৮ -১০ টি শিম
  6. ১/৪ বাঁধাকপি
  7. ২টি মিষ্টি আলু
  8. ৪টি গাঠি কচু
  9. ১০০ গ্রাম বিন্স
  10. ১ টি বড় গাজর
  11. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো।
  12. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  13. স্বাদ মতনুন
  14. ১ চা চামচ জিরে গুঁড়ো
  15. ১ চা চামচ ধনে গুঁড়ো
  16. ৩ টি তেজপাতা
  17. ২+ ৩+২+৩টি দারুচিনি স্টিক, এলাচ, লবঙ্গ , শুকনো লঙ্কা
  18. ১ চা চামচ + ৪ টি +২ টি আদা বাটা, লঙ্কা কুচি।, কাঁচা লঙ্কা চেরা
  19. প্রয়োজন অনুযায়ীভাজা মশলা (১ চামচ করে গোটা জিরা, ধনে, মৌরি, ৩ টি শুকনো লঙ্কা)
  20. ১ চা চামচ পাঁচফোড়ন
  21. ১ টেবিল চামচসর্ষের তেল
  22. ১ টেবিল চামচ নারকেল কোরা
  23. ১/২ চা চামচ চিনি
  24. ১/২ চা চামচ হিং

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    সব সবজি গুলো ছোটো করে কেটে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি।

  2. 2

    সরষের তেল গরম করে গোটা গরম মশলা হিং, তেজপাতা,পাঁচ ফোড়ন দিয়ে, ভাজার গন্ধ বের হলে, নারকেল কোরা দিয়ে নাড়াচাড়া করে আদা বাটা ও লংকা কুঁচি দিয়ে নাড়িয়ে কাটা সবজি গুলো, হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লংকার গুঁড়ো দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিয়েছি।

  3. 3

    ঢাকা খুলে মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে। এরপর জিরা,ধনে গুঁড়ো ও চিনি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছি। সবজি যখন সেদ্ধ হয়ে আসবে নামানোর সময় ভাজা মশলার গুঁড়ো ২ চামচ দিয়ে সবজি র সাথে মিশিয়ে নামিয়ে নিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ruby Bose
Ruby Bose @rubyz2
আমি রান্না করতে খুব ভালোবাসি।নতুন নতুন রান্না করা আমার শখ ও তার সাথে এক্সপেরিমেন্ট ও চলতে থাকে। বলা বাহুল্য খেতে ও ভালোবাসি।বিভিন্ন ধরনের আর নানা দেশের খাবার চেখে দেখা আমার দুর্বলতা বটে।
আরও পড়ুন

Similar Recipes