দহি পাপড়ি চাট(dahi_Papdi chaat recipe in Bengali)

Nandini Sharma
Nandini Sharma @cook_31722947

দহি পাপড়ি চাট(dahi_Papdi chaat recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৬_৭ জন্য
  1. ১ কাপময়দা
  2. তিন টেবিল চামচতেল
  3. ১/২ চা চামচ জোয়ান
  4. প্রয়োজন অনুযায়ীটকদই
  5. ১ চা চামচ চাট মশলা,ভাজা মশলা
  6. প্রয়োজন অনুযায়ী ঝুরি ভাজা
  7. স্বাদ মত তেতুলের চাটনি
  8. স্বাদ মতনুন, বীট লবণ, লঙ্কা গুঁড়া
  9. ১\২কাপবড়ার জন্য মুগ ডাল
  10. পরিমাণ মত ভাজার জন্য সাদা তেল
  11. ১ চা চামচ আদা কুচি
  12. স্বাদ মতলঙ্কা কুচি

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    পাপড়ি জন্য 👇
    এবারের ময়দা র dough টা মেখে রাখবো ১৫_২০ মিনিট।
    এবারের ডাল ভাল করে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো দুই ঘন্টা। দুই ঘন্টার পর জল ঝরিয়ে মিক্সি তে পেস্ট তৈরির করে নেবো। পাতলা করা যাবে না।
    এরপর কড়াই তে বেশি করে তেল দিয়ে ভাল করে গরম হলে সবকটা বরা ভেজে,জলে ভিজিয়ে রাখবো ১৫ মিনিট।

  2. 2

    পাপড়ি বানানোর জন্য ময়দা র dough টি দুই ভাগে ভাগ করে নেবো। একটা dough নিয়ে মোটা করে রুটির মতো বেলে নেবো।
    এরপর ছোট্ট একটা ঢাকনা দিয়ে গোল গোল কেটে নেবো। এক একটা গোল কে আবার বেলে পাতলা করে নেবো এবং কাটা চামচ দিয়ে ফুটো করে নেবো সবকটা পাপড়ি
    তার পর গরম তেলে সবকটা ভেজে তুলে রাখবো।

  3. 3

    একটা প্লেটে জল চিপে বরা গুলো রাখবো।
    তার মধ্যেই এক এক করে টকদই, লঙ্কা গুড়া, বীট লবণ, ভাজা মশলা,চাট মশলা, তেতুলের চাটনি, আর ঝুরি ভাজা আর পাপড়ি গুলোর ভেঙ্গে দিয়ে তার উপরে আবার টকদই, চাট মশলা, তেতুলের চাটনি ঝুরি ভাজা দিলেই
    আমার দই পাপড়ি চাট রেডি
    অসাধারণ খেতে হয়েছিল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandini Sharma
Nandini Sharma @cook_31722947

Similar Recipes