কাজু কাটলি (kaju katli recipe in bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#DRC1
আমি ভাইফোঁটার দিনে এই কাজু কাটলি তৈরি করেছি। খেতে অসাধারণ হয়েছে ।

কাজু কাটলি (kaju katli recipe in bengali)

#DRC1
আমি ভাইফোঁটার দিনে এই কাজু কাটলি তৈরি করেছি। খেতে অসাধারণ হয়েছে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 কাপকাজু
  2. 1/2 কাপচিনি
  3. 1টেবিল চামচ ঘি
  4. 1/2 কাপজল
  5. 1 চা চামচএলাচ গুঁড়ো
  6. প্রয়োজন অনুযায়ী সাজানোর জন্য রুপোর তবক

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে কাজু মিক্সিতে দিয়ে ভাল করে গুঁড়ো করে নিতে হবে।।

  2. 2

    তারপর কড়াইতে জল ও চিনি ফুটিয়ে ১ তারের সিরা তৈরি করে নিতে হবে।

  3. 3

    তারপর একটি কড়াইয়ে ঘি দিতে হবে তারপর কাজু বাদামের পাউডার ঢেলে দিতে হবে। এই সময় গ্যাসের আজ হালকা হতে হবে। এবার কাজু বাদাম গুঁড়ো 5 থেকে 7 মিনিট ভাজতে হবে। আর এলাচ গুঁড়ো দিয়ে দিতে হবে।

  4. 4

    তারপর তৈরি চিনির সিরা ঢেলে দিতে হবে আর অনবরত নাড়াতে হবে যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়ে আসে। এ সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে।

  5. 5

    তারপর একটি থালায় ঘি মাখিয়ে কাজু বাদামের মিশ্রণটি ঢেলে দিতে হবে আর ভালো করে সমান করতে হবে। এবার বরফি কে 1 ঘন্টা জন্য সেট হতে দিতে হবে।

  6. 6

    তারপর এক ঘন্টা পর সিলভার ওয়ার্ক উপরে লাগিয়ে একটি পরিষ্কার চাকুর গায় অল্প তেল মাখিয়ে কাজু কাটলি সমান সাইজে কেটে নিতে হবে।

  7. 7

    এবার একটা সর্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

Similar Recipes