ওটস ভেজিটেবল ইডলি (Oats vegetable idli recipe in Bengali)

Priyanka Sinha
Priyanka Sinha @cook_priyankasinha
আসানসোল

ওটস ভেজিটেবল ইডলি (Oats vegetable idli recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা ৩০ মিনিট
২ জন
  1. ১ কাপ ওটস (ড্রাই রোস্ট করে গুঁড়ো করা)
  2. ৪ টেবিল চামচ সুজি
  3. ১/২ কাপ টক দই
  4. ১/২ কাপ গাজর-বীনস-ক্যাপ্সিকাম কুচি
  5. ১ টেবিল চামচ কাঁচালঙ্কা কুচি
  6. ৭-৮ টি কারিপাতা
  7. ১/২ টেবিল চামচ কালো সর্ষে
  8. ২ টেবিল চামচ সাদা তেল
  9. স্বাদ অনুযায়ী নুন
  10. পরিমাণ মতো জল

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা ৩০ মিনিট
  1. 1

    একটি পাত্রে ওটস গুঁড়ো, সুজি, দই ও অল্প জল মিশিয়ে ২০ মিনিট ঢেকে রাখতে হবে।

  2. 2

    কড়াইতে তেল গরম করে সর্ষে ফোড়ন ও কারিপাতা দিয়ে একটু নেড়ে সব্জি আর কাঁচালঙ্কার সঙ্গে অল্প নুন দিয়ে ভেজে, ঠান্ডা করে ওটসের মিশ্রনে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    তারপর ওই মিশ্রণে পরিমাণ মতো নুন ও জল দিয়ে ঘন একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে।

  4. 4

    ইডলি প্যানে তেল ব্রাশ করে ওটসের মিশ্রণ দিয়ে ১৫ মিনিট মাঝারি আঁচে বসিয়ে রাখতে হবে, একটু ঠান্ডা করে ইডলি স্ট্যান্ড থেকে তুলে নিলেই তৈরি হয়ে গেল ওটস ভেজিটেবল ইডলি।

  5. 5

    এই ইডলি সাম্বার, নারকেলের চাটনি অথবা গ্রিন চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন। ওটসের ইডলি খুব স্বাস্থ্যকর এবং সুস্বাদু।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priyanka Sinha
Priyanka Sinha @cook_priyankasinha
আসানসোল

মন্তব্যগুলি

Similar Recipes