মাটন টিকিয়া (mutton tikia recipe in Bengali)

Sarbani Roy Chowdhury
Sarbani Roy Chowdhury @Sarbani2912

মাটন টিকিয়া (mutton tikia recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
3 সারভিংস
  1. 250 গ্রামকিমা
  2. 1 টিআলু
  3. 2টেবিল চামচ আদা রসুন বাটা
  4. 3টেবিল চামচ কাঁচা পেঁপে বাটা
  5. 1 টিডিম
  6. 3টেবিল চামচ ছাতু
  7. 1 চা চামচলাল লঙ্কার গুঁড়ো
  8. স্বাদমতোনুন
  9. প্রয়োজন মতো সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    কিমা খোসা ছাড়ানো আলু কাঁচা পেঁপে বাটা আদা রসুন বাটা নুন অল্প গরম জল দিয়ে ঢেকে কম আঁচে সেদ্ধ করুন।

  2. 2

    সব সেদ্ধ হয়ে গেলে দেখতে হবে কড়াইর জল টেনে গেলে নামিয়ে ঠান্ডা করতে হবে। জল না শুকালে আঁচ বাড়িয়ে জল টানিয়ে নিতে হবে।

  3. 3

    উপকরণ গুলি ঠান্ডা হলে প্রথমে হাত দিয়ে ভালোভাবে ম‍্যাশ করে নিতে হবে। এরপর এতে একে একে ছাতু আন্দাজমতো নুন লাল লন্কা গুড়ো দিয়ে ডিম ভেঙ্গে দিন।এবার সমস্ত একসাথে মেখে টিকিয়ার আকার দিন। মনে করলে কিছুক্ষন ফ্রিজে রাখতে পারেন। তাহলে টিকিয়া ভাজার সময়ে টিকিয়া ভাঙ্গবে না।

  4. 4

    এবার ননস্টিক প‍্যানে অল্প তেল মাখিয়ে নিয়ে এপিঠ ওপিঠ করে কম আঁচে সেঁকে নিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sarbani Roy Chowdhury

মন্তব্যগুলি

Similar Recipes