বাদাম পাটালি(Badam Patali Recipe In Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#DRC4
আমার খুব প্রিয় একটি রেসিপি,এটা সবারই খুব ভালো লাগবে।

বাদাম পাটালি(Badam Patali Recipe In Bengali)

#DRC4
আমার খুব প্রিয় একটি রেসিপি,এটা সবারই খুব ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৬ জন
  1. ৩০০ গ্ৰাম গুড়
  2. ২০০গ্ৰাম বাদাম ভেজে খোসা ছাড়িয়ে অর্ধেক করে নিয়েছি।
  3. ১ চা চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে শুখনো কড়াইয়ে অল্প আঁচে বাদাম ভেজে নিয়ে ঠাণ্ডা করে খোসা ছাড়িয়ে অর্ধেক করে নিয়েছি।

  2. 2

    এবার কড়াইয়ে গুড় জ্বাল দিতে হবে, সমানে অল্প আচে নাড়িয়ে যেতে হবে, গুড় ঘন হবে ও কালার ও চেন্জ হবে,যখন গুড় পাক হয়ে আসবে, একটি বাটিতে জল নিয়ে একচামচ গুড় দিয়ে দেখতে হবে শক্ত হয়েছে কিনা, যদি শক্ত হয়ে উঠে আসে বুঝতে হবে, পাক হয়ে গেছে এই সময় বাদাম দিয়ে দিতে হবে।

  3. 3

    একচামচ ঘি ও দিতে হবে, গন্ধ খুব সুন্দর আসে, এবার বাদাম দিয়ে মিনিট ৫ ভালো করে নাড়াচাড়া করে গুড়ের মধ্যে বাদাম ভালো করে মিশে গেলে একটা ঘি মাখানো থালায় ছড়িয়ে সমান করে ঠাণ্ডা হতে দিতে হবে।

  4. 4

    ঠান্ডা হয়ে এলে পিস পিস করে কেটে সবাই মিলে আনন্দ করে খান।এটা অনেক দিন প্রযন্ত এয়ার টাইট কৌটায় রেখে খাওয়া যাবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes