দই ফুলকপি (Doi phulkopi recipe in Bengali)

saibal chakraborty
saibal chakraborty @cook_32327467

#আমারপ্রিয়রেসিপি #sb

দই ফুলকপি (Doi phulkopi recipe in Bengali)

#আমারপ্রিয়রেসিপি #sb

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
  1. 1টি ফুলকপি
  2. 200 গ্রামটক দই
  3. 2টেবিল চামচ গরম মশলার গুঁড়ো
  4. 2টি কাঁচা টমেটো
  5. 4টেবিল চামচ সরষের তেল
  6. 3টেবিল চামচ রোস্টেড ধনে জিরা গুঁড়ো
  7. 25 গ্রামমাখন
  8. 2টেবিল চামচ পেঁয়াজ বাটা

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    ফুলকপি ছোট ছোট টুকরা করে কেটে নুন জলে ভাপিয়ে নিতে হবে।

  2. 2

    টক দই ভালো করে ফেটিয়ে নিতে হবে।

  3. 3

    এবার এই ফেটানো দৈ এ এক চামচ গোটা গরম মসলা অনুন দিয়ে ভালো করে আবার ফেটিয়ে নিতে হবে।

  4. 4

    এবার এটি ফুলকপির মধ্যে ভালো করে মাখিয়ে দিতে হবে।

  5. 5

    এভাবে ফুলকপি ম্যারিনেট করে রাখতে হবে আধঘন্টা।

  6. 6

    আধঘন্টা পর কড়াইতে সরষের তেল গরম করে জিরে শুকনো লঙ্কা ফোঁড়ন দিতে হবে।

  7. 7

    এরপর এতে পেঁয়াজ বাটা ও স্লাইস করা কাঁচা টমেটো দিয়ে ভালো করে কষাতে হবে।

  8. 8

    এরপর এতে নুন ও শুকনো মসলা দিয়ে ম্যারিনেট করা কপি দিতে হবে।

  9. 9

    ম্যারিনেট করা কপি দিয়ে ভাল করে নাড়িয়ে একদম কম আচ করে 15 মিনিট রান্না করতে হবে।

  10. 10

    এই রান্নায় কোন জলের দরকার পড়বে না কারণ টকদই থেকেই যা জল বের হবে তাতে ফুলকপি রান্না হয়ে যাবে।

  11. 11

    একটু পরে ঢাকা খুলে ভাল করে নাড়িয়ে গরম মসলার গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন দই ফুলকপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
saibal chakraborty
saibal chakraborty @cook_32327467

মন্তব্যগুলি

Similar Recipes