চিতই পিঠে (chitoi pitha recipe in Bengali)

Tandra Nath
Tandra Nath @k4_t


এটি খুব তাড়াতাড়ি বানানো যায় ,আর উপকরণ লাগেও খুব কম।খেতে তো খুব ই মজার।স্বাদে ভরপুর।আমি এটি আপপে প্যানে করেছি ,আপনারা মাটির সরাতেও করতে পারেন।

চিতই পিঠে (chitoi pitha recipe in Bengali)


এটি খুব তাড়াতাড়ি বানানো যায় ,আর উপকরণ লাগেও খুব কম।খেতে তো খুব ই মজার।স্বাদে ভরপুর।আমি এটি আপপে প্যানে করেছি ,আপনারা মাটির সরাতেও করতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট।
৫ জন।
  1. ২৫০ গ্রাম চালের গুঁড়ো
  2. 1 চিমটিনুন
  3. 1/2 চা চামচবেকিং পাউডার
  4. পরিমাণ মত জল
  5. ২চা চামচ সাদা তেল
  6. ২০০ গ্রাম নলেন গুড়

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট।
  1. 1

    চালের গুঁড়ো প্রথমে খুব ভালো করে চেলে নিয়ে একটি বোলে নিতে হবে।তারপর তাতে নুন ও ব্রেকিং পাউডার মেশাতে হবে। এবার উসম গরম জল দিয়ে ভালো করে মেশাতে হবে। ব্যাটার টা যেন খুব ঘন বা খুব পাতলা না হয়।

  2. 2

    এবার একটি ছোটো বাটিতে একটু সাদা তেল রাখতে হবে,আর প্যান গ্যাসে জেলে বসিয়ে একটু গরম হলে অয়েল ব্রাশ দিয়ে হালকা করে তেল লাগিয়ে দিতে হবে। আর একটি ছোটো হাতা দিয়ে মাপ করে ব্যাটার দিয়ে চাপা দিয়ে দিতে হবে আর চার মিনিট পরেই চাপা খুলে একটি একটি করে তুলে নিতে হবে।

  3. 3

    এই প্যান এ একসাথে ১২ টি করে পিঠে তৈরি করা যাবে তাই আমার ১৫ মিনিটে সব হয়ে গেছে।এখন পিঠে গুলো ঠান্ডা হলে প্লেটিং করে নলেন গুড় দিয়ে পরিবেশন করতে হবে। দারুন লাগে,করে দেখুন বন্ধুরা কম সময়ে বেশি পিঠে তৈরি ও হবে আর খেতেও দারুন মজার হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tandra Nath

Similar Recipes