বীটরুট কাবাব (Beetroot kebab recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076


শুভ ভালোবাসা দিবসের শুভেচ্ছা সকলকে |
আজ ভালোবাসার দিবসে আমি তৈরী করলাম, আমার ভালোবাসার মানুষদের জন্য বীটরুট কাবাব | এটি বেশ স্বাস্থ্যকর, এর স্বাদও বেশ মুখরোচক|আমি এটি একটু অন্যরকম ভাবে তৈরী করেছি | বীট সেদ্ধ না করে রোস্ট করে করেছি ।তোমরাও করে দেখো ,বন্ধুরা ভালো লাগবে |

বীটরুট কাবাব (Beetroot kebab recipe in Bengali)


শুভ ভালোবাসা দিবসের শুভেচ্ছা সকলকে |
আজ ভালোবাসার দিবসে আমি তৈরী করলাম, আমার ভালোবাসার মানুষদের জন্য বীটরুট কাবাব | এটি বেশ স্বাস্থ্যকর, এর স্বাদও বেশ মুখরোচক|আমি এটি একটু অন্যরকম ভাবে তৈরী করেছি | বীট সেদ্ধ না করে রোস্ট করে করেছি ।তোমরাও করে দেখো ,বন্ধুরা ভালো লাগবে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০মিনিট
৩জন
  1. ১)বীট রুট কাবাব বানাতে লাগছে~
  2. ২ টো বীট রুট
  3. ২টি বড় আলু সেদ্ধ
  4. ৩স্লাইস পাউরুটি
  5. ১ চা চামচ ধনে গুঁড়ো
  6. ১ চা চামচ চাটমশলা
  7. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  9. স্বাদ মতনুন
  10. ৪চা চামচ সাদা তেল
  11. ১/২ চা চামচ গরম মসলা
  12. ১ চা চামচ ভাজা মশলা
  13. ১/২ চা চামচ বিট লবণ
  14. ১চিমটি চিনি (ইচ্ছে হলে)
  15. ১ চা চামচ আদা গ্রেট করা
  16. ২চা চামচ নারকেল কোরা
  17. ৪টি কাঁচা লঙ্কা কুচি
  18. ২)ধনেপাতার চাটনির জন্য লাগছে ~
  19. ১ গোছা ধনেপাতা কুচি
  20. ৩-৪ কোয়া রসুন
  21. ২টি কাঁচা লঙ্কা
  22. ১ চা চামচ নুন
  23. ১টুকরো আদা
  24. ২ চা চামচ লেবুর রস
  25. ৪-৫চা চামচ টমেটো সস
  26. ১/২ ক্যাপ্সিকাম

রান্নার নির্দেশ সমূহ

৪০মিনিট
  1. 1

    ননস্টিক প্যানে ১ চা চামচ সাদা তেল ব্রাশ করে বীট রুট বসিয়ে প্যান ঢেকে উল্টেপাল্টে বীটগুলো রোস্ট করে নিতে হবে |
    ধনেপাতা আদা রসুন লংকানুন দিয়ে পেস্ট করে লেবুর রস দিয়ে সবুজ চাটনি করে রাখতে হবে |
    টমেটোসস ক্যাপসিকামের ভেতর ঢেলে রাখতে হবে।

  2. 2

    ঠান্ডা হলে বীটের খোসা ফেলে ৩পিস পাউরুটি ব্লেন্ডারে দিয়ে পেস্ট করতে হবে ৷এরপর এর সাথে আদা কাঁচালংকা, নারকেল কোরা মিশিয়ে আরো একবার হাল্কা পেস্ট করতে হবে |

  3. 3

    এবার সেদ্ধ ২টি আলু গ্রেট করে গোলমরিচ,ধনে গুড়া, চাট মশলা, নুন দিয়ে মাখতে হবে | তারপর হাতে একটু তেল বুলিয়ে হার্ট শেপ কাবাবের আকারে গড়ে নিতে হবে| এবারএই কাবাবগুলো ফ্রিজে১০মিনিট রেখে সেট করতে দিতে হবে |

  4. 4

    এবার ননস্টিক প্যানে সামান্য তেল গরম করে কাবাবগুলো ভেজে নিতে হবে | তারপর কাবাবগুলো ধনেপাতার চাটনী,টমেটো সস ও শশার স্লাইস দিয়ে পরিবেশন করতে হবে ৷ভালোবাসার দিনে প্রিয়জনদের জন্য নিজ হাতে তৈরী এই হার্টসেপের কাবাবগুলো পরিবেশন করার মধ্যে যে আনন্দ তা আর অন্য কিছুতে নেই |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes