তেলাপিয়া মাছের কারি (Tilapia Macher Recipe In Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#FFW4
Week- 4

তেলাপিয়া মাছের কারি (Tilapia Macher Recipe In Bengali)

#FFW4
Week- 4

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫মিনিট
২জন
  1. ১টি মাছ ২টুকরো করা
  2. ১টা আলু ২টুকরো
  3. ২টো পেঁয়াজ কুচি
  4. ১টি টমেটো
  5. ১/২চা চামচ আদা বাটা
  6. ১চা চামচ জিরে ও ধনে বাটা
  7. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  8. স্বাদ মতনুন
  9. ১টেবল চামচ সর্ষে পোস্ত গুড়ো
  10. ১চা চামচ লঙ্কা বাটা
  11. প্রয়োজন মতসর্ষের তেল
  12. ১/২চা চামচ পাঁচ ফোড়ন
  13. ১ টা তেজপাতা
  14. ১ টাশুকনো লঙ্কা
  15. ১চা চামচ আটা

রান্নার নির্দেশ সমূহ

২৫মিনিট
  1. 1

    প্রথমে মাছ ধুয়ে নুন,হলুদ ও একটু আটা মাখিয়ে তেল গরম করে ভেজে নিতে হবে।আলু ও ভেজে নিতে হবে

  2. 2

    এবার ঐ কড়াইয়ে আরও একটু তেল দিয়ে পাঁচফোড়ন,তেজপাতা ও লঙ্কা ফোড়ন দিয়ে পেয়াঁজ কুচি ভেজে টমেটো কুচি, আদাও লঙ্কা বাটা,জিরে ও ধনে গুড়ো, হলুদ দিয়ে ও অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে।

  3. 3

    টমেটো কুচি নরম ও মশলা কষানো হলে ভাজা আলু দিয়ে নাড়িয়ে অল্প জল ও নুন দিয়ে ফুটতে দিতে হবে।

  4. 4

    ঝোল ঘন হলে মাছ দিয়ে ১মিনিট মতো ফুটিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে নাড়াচাড়া করে একটু ফুটে শুখনো মতো হলে নামিয়ে নিতে হবে।

  5. 5

    আমি ভাত ও ডালের সঙ্গে পরিবেশন করলাম মাছের ঝাল।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes