কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোল(Kachkala Diye Katla macher Recipe in Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

কাঁচকলা যেমন পেটের পক্ষে খুব ভালো, আর মাছে দিয়ে রান্না করলে ও খুব ভালো লাগে।

কাঁচকলা দিয়ে কাতলা মাছের ঝোল(Kachkala Diye Katla macher Recipe in Bengali)

কাঁচকলা যেমন পেটের পক্ষে খুব ভালো, আর মাছে দিয়ে রান্না করলে ও খুব ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪জন
  1. ৪ টুকরো কাতলা মাছ
  2. ১টা কাঁচকলা টুকরো করে কেটে সেদ্ধ করা
  3. ১/২আলু টুকরো করা
  4. ১টা টমেটো গ্ৰেট করা
  5. ১/২চা চামচ জিরে গুঁড়ো
  6. ১/২চা চামচ ধনে গুঁড়ো
  7. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  8. ১ চা চামচ আদা ও লঙ্কা বাটা
  9. স্বাদ মতনুন
  10. ১/৪চা চামচ গরম মশলা গুঁড়ো ( ঐচ্ছিক)
  11. ১/২চা চামচ পাঁচ ফোড়ন
  12. প্রয়োজন মত সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে কলা ও আলুর সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি।

  2. 2

    মাছে নুন,হলুদ ও আটা মাখিয়ে রেখেছি ১০ মিনিট মতো

  3. 3

    এবার কড়াইয়ে তেল গরম করে ম‍্যারিনেট করা মাছ ভেজে নিয়েছি, কিন্তু খুব কড়া ভাজা হবে না।

  4. 4

    এবার ঐ তেলে পাচঁফোড়ন দিয়ে ভাজা হলে কলাও আলু দিয়ে সাতলে টমেটো বাটা,জিরে ও ধনেগুড়ো,হলুদ গুড়ো, লঙ্কা ও আদাবাটা দিয়ে কষিয়ে নিয়ে প্রয়োজন মতো জল ও নুন দিয়ে ও ঢাকা দিয়ে রান্না করবো

  5. 5

    এবার কলা ও আলু ভালো মতো সেদ্ধ হলে‌ মাছ দিয়ে একটা ফোটা প্রযন্ত অপেক্ষা করতে হবে।ভালো করে ফুটে উঠলে ও ঝোল ঘন হয়ে গেলে গরমমশলা গুড়ো ছড়িয়ে নামিয়ে নিলেই হলো। তবে গরমমশলা গুড়ো না দিলেও চলে কিন্ত এই গুড়ো দিলে খুব সুন্দর গন্ধ বের হয়।

  6. 6

    এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes