ট্যাংরা মাছের কালিয়া (Tangra macher kalia recipe in Bengali)

Mousumi Das
Mousumi Das @cook_30383205
কলকাতা

ট্যাংরা মাছের কালিয়া (Tangra macher kalia recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩-৪ জনের জন্য
  1. ৮ টি ট্যাংরা মাছ
  2. ১০০ গ্রাম সর্ষের তেল
  3. ২ টি বড় পেঁয়াজ কুচি
  4. ২ টি মাঝারি টমেটো বাটা
  5. ১.৫ চা চামচ আদা বাটা
  6. ১.৫ চা চামচ রসুন বাটা
  7. ১.৫ চা চামচ ঘি
  8. ৩/৪ চা চামচ গরম মশলা বাটা
  9. ১.৫ চা চামচ হলুদ গুঁড়ো
  10. ৪ টি কাঁচা লঙ্কা বাটা
  11. ৩ টি শুকনো লঙ্কা বাটা
  12. ৩/৪ চা চামচ চিনি
  13. স্বাদ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    কড়াই তে তেল দিয়ে গরম হলে তাতে মাছে নুন ও হলুদ মাখিয়ে ভেজে নিন।

  2. 2

    ঐ তেলে পিঁয়াজ দিয়ে লাল করে ভেজে নিন ।

  3. 3

    তাতে একে একে টমেটো বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা, নুন, হলুদ গুঁড়ো ও চিনি দিয়ে ভালো করে কষিয়ে প্রয়োজন মতো জল দিয়ে ফুটে উঠলে মাছ দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিন।

  4. 4

    মাছ সিদ্ধ হয়ে এলে ঢাকা খুলে গরম মশলা বাটা ও ঘি দিয়ে আবার ঢাকা দিয়ে দিন।

  5. 5

    মাছ পুরোপুরি সিদ্ধ হলে নামিয়ে নিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mousumi Das
Mousumi Das @cook_30383205
কলকাতা

Similar Recipes