মৌরলা মাছের পেঁয়াজি (Mourola maacher peyaji recipe in bengali)

Sayantika Sadhukhan
Sayantika Sadhukhan @Sayantika

#FFW4
অনেক পুরোনো একটা পদ। আজ আমি তৈরী করলাম ।মৌরলা মাছের বিভিন্ন রেসিপি আমরা জানি। এই পদটা ভীষন কম সময়ে কম উপকরনে তৈরি করা যায়।

মৌরলা মাছের পেঁয়াজি (Mourola maacher peyaji recipe in bengali)

#FFW4
অনেক পুরোনো একটা পদ। আজ আমি তৈরী করলাম ।মৌরলা মাছের বিভিন্ন রেসিপি আমরা জানি। এই পদটা ভীষন কম সময়ে কম উপকরনে তৈরি করা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ জন
  1. ২০০ গ্রাম মৌরলা মাছ
  2. ২ টো বড় পেঁয়াজ কুচি করে কাটা
  3. ৪-৫ টা কাঁচা লঙ্কা ।
  4. ১ /২ চা চামচ গুঁড়ো লঙ্কা
  5. ১ /২ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ২ টেবিল চামচ চালের গুঁড়ো
  7. ৪ টেবিল চামচ বেসন
  8. ১ /২ চা চামচ লেবুর রস
  9. স্বাদ মত নুন
  10. পরিমাণ মত সাদা বা সরিষা তেল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    মাছ খুব ভালো করে পরিষ্কার করে নুন, হলুদ, লেবুর রস মাখিয়ে ৫ মিনিট রাখতে হবে।

  2. 2

    এবার মাখা মাছে বেসন, চালের গুঁড়ো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি একটু সরিষা তেল দিয়ে আস্তে আস্তে মাখিয়ে নেব। চাইলে অল্প জল দেওয়া যাবে।

  3. 3

    এরপর কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে গরম হলে ডুবো তেলে সব পেঁয়াজি এপিট ওপিট ভেজে তুলে নিলেই তৈরী সুস্বাদু গরম গরম মৌরলা মাছের পিঁয়াজি, পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sayantika Sadhukhan

Similar Recipes