বেলপানার শরবৎ (Bel Panar Sharbat recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#svr

শিবরাত্রি উপলক্ষে তৈরী এই শরবৎ এর রেসিপিটি উপোস উপলক্ষে একটি আদর্শ রেসিপি | সারাদিন উপোসের পর শরীরের ক্লান্তি ও জলের ঘাটতি পূর্ণ করতে এই রেসিপিটির জুড়ি নেই | এটি খুব কম উপাদানেই তৈরী করা যায় ।

বেলপানার শরবৎ (Bel Panar Sharbat recipe in Bengali)

#svr

শিবরাত্রি উপলক্ষে তৈরী এই শরবৎ এর রেসিপিটি উপোস উপলক্ষে একটি আদর্শ রেসিপি | সারাদিন উপোসের পর শরীরের ক্লান্তি ও জলের ঘাটতি পূর্ণ করতে এই রেসিপিটির জুড়ি নেই | এটি খুব কম উপাদানেই তৈরী করা যায় ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫মিনিট
২জন
  1. ১টিপাকা বেল
  2. ২ চা চামচ চিনি
  3. ২ চা চামচ লেবুর রস
  4. ২টি লেবুর টুকরা
  5. প্রয়োজন মতজল
  6. ১ চিমটি বিট লবণ (ঐচ্ছিক)
  7. ৪-৫ টুকরা বরফ (ঐচ্ছিক)

রান্নার নির্দেশ সমূহ

১৫মিনিট
  1. 1

    প্রথমে বেল ধুয়ে ফাটিয়ে চামচ দিয়ে এর কাথ বের করে নিতে হবে| তারপর সেটা ২ গ্লাস জলে গুলে ছাঁকনীতে ছেঁকে নিতে হবে ।

  2. 2

    এবার ঐ ছেঁকে নেওয়া বেলে ২ চা চামচ চিনি মিশিয়ে নিতে হবে | তারপর তাতে

  3. 3

    এবার তাতে লেবুর রস ও প্রয়োজন মত বীট লবণ মিশিয়ে ২-৩ কুচি বরফ মেশাতে হবে iতারপর ২টি কাঁচের গ্লাসে স্লাইস লেবু গেঁথে বেল পান্না পরিবেশন করতে হবে। এভাবে পুজা পার্বনে বিশেষত শিবরাত্রির ব্রতউপলক্ষে এরকম শরীর ও মন জুড়ানো শরবৎ বেশ ভালো লাগে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes