জিরাপানি মকটেল (Jeera pani mocktail recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#br
#Mocktails
এখানে আমি জিরাপানির মকটেল ড্রিংক্স বানিয়েছি | এই গরমে শরীর শীতল রাখতে এবং শরীরে এনার্জী আনতে ঘরে তৈরী এই মকটেল ঠান্ডা শরবৎ টি খুবই উপাদেয় এবং স্বাস্থ্যকর পানীয় | এখানে আমি ২ চা জিরা ভাজা গুড়া ,১ চা তেঁতুল জল , ২ চা লেবুর রস ,চিনি ,বীট লবণ , নুন দিয়ে এই পানীয় তৈরী করেছি |

জিরাপানি মকটেল (Jeera pani mocktail recipe in Bengali)

#br
#Mocktails
এখানে আমি জিরাপানির মকটেল ড্রিংক্স বানিয়েছি | এই গরমে শরীর শীতল রাখতে এবং শরীরে এনার্জী আনতে ঘরে তৈরী এই মকটেল ঠান্ডা শরবৎ টি খুবই উপাদেয় এবং স্বাস্থ্যকর পানীয় | এখানে আমি ২ চা জিরা ভাজা গুড়া ,১ চা তেঁতুল জল , ২ চা লেবুর রস ,চিনি ,বীট লবণ , নুন দিয়ে এই পানীয় তৈরী করেছি |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫মিনিট
১ জন
  1. ২ চা চামচ জিরাভাজা গুঁড়া
  2. ১ চা চামচ তেঁতুলের কাঁথ
  3. ২ চা চামচ লেবুর রস
  4. ১ চুটকি চিনি
  5. ১ুচটকি নুন
  6. ১চা চামচ বীট লবণ
  7. ১ চা চামচ ধনে পাতা / পদিনা পাতা
  8. ৫-৬ টা বরফ টুকরা
  9. ১ কাপ জল / সোডা ওয়াটার
  10. ১টি পাতিলেবুর টুকরা

রান্নার নির্দেশ সমূহ

৫মিনিট
  1. 1

    প্রথমে আমি ১টি মকটেল গ্লাসে কয়েক টুকরা বরফ রেখেছি |

  2. 2

    এরপর তাতে জিরা ভাজার গুড়া দিয়েছি, তারপর ১ চা তেঁতুলের পাল্প দিয়েছি, তারপর ২ চা পাতিলেবুর রস,চিনি,বীটলবণ,নুন দিয়ে ১টা চামচের সাহায্যে নেড়ে নিয়েছি ।

  3. 3

    এবার ধনে পাতা / পুদিনা আমার কাছে ধনেপাতাই ছিল,সেটা হাতে একটু ডলে ঐ পানীয়তে মিশিয়েছি |

  4. 4

    এবার তাতে ১ কাপ জল মিশিয়েছি, কেউ মনে করলে স্পাইট বা সোডা ওয়াটার ও দিতে পারো | তাতে পানীয়টি বেশ ফেনায়িত হয় এবং খেতেও দেখতে ও বেশ ভালো লাগে | আমি ঠান্ডা খায়না, তাই প্লেন জল মিশিয়েছি | এবার মিশ্রণ টা আর একবার চামচ দিয়ে নেড়ে নিতে হবে |

  5. 5

    এবার গ্লাসের কানাই এক টুকরালেবু ঘষে চিনি বুলিয়ে নিয়েছি,১টুকরো লেবু গ্লাসের কোনে গেঁথে,১/২টি.ধনে পাতা ভাসিয়ে পানীয় টি পরিবেশন করেছি |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

মন্তব্যগুলি

Similar Recipes