হানি চিলি চিকেন উইংস। (Honey Chili Chicken Wings Recipe In Bengali)

শেফ মনু।
শেফ মনু। @chefmoonu
কলকাতা।

হানি চিলি চিকেন উইংস খেয়েছেন কখনো? চাইনিজ এই হানি চিকেন অনায়াসে ঘরেই তৈরী করা যায়। চলুন জেনে নিই কীকরে হানি চিলি চিকেন উইংস বানাবেন।

হানি চিলি চিকেন উইংস। (Honey Chili Chicken Wings Recipe In Bengali)

হানি চিলি চিকেন উইংস খেয়েছেন কখনো? চাইনিজ এই হানি চিকেন অনায়াসে ঘরেই তৈরী করা যায়। চলুন জেনে নিই কীকরে হানি চিলি চিকেন উইংস বানাবেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
২ জন
  1. ৮ টুকরো মুরগি ডানা (চিকেন উইংস)
  2. ২ টেবিল চামচ মধু
  3. ১ টেবিল চামচ লেবুর রস
  4. ২ টেবিল চামচ শেরি ওয়াইন
  5. ১ চা চামচ সয়া সস
  6. ১ চা চামচ চিলি পেস্ট
  7. ১/২ চা চামচ লবণ
  8. ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো,
  9. ১ টেবিল চামচ ফেটানো ডিম
  10. ১ টেবিল চামচ ময়দা
  11. ১ টেবিল চামচ ভুট্টার ময়দা (Corn flour)
  12. ১ কোয়া রসুনেরকিমা
  13. ১ চা চামচ আদা কিমা
  14. পরিমাণ মততেল

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে চিকেন উইংস গুলিকে একটু নুন, গোলমরিচ, ময়দা,ভুট্টার ময়দা এবং ডিম্ দিয়ে মেখে ডুবো তেলে ভেজে নিন। তা ভালোকরে ভাজা হলে তুলে আলাদা করে রাখুন।

  2. 2

    কড়াইতে একটু তেল ঢালুন এবং তা গরম হলে রসুনের কিমা ও আদা কিমা দিয়ে ভালো করে অল্প আছে একটু নেড়ে নিন।

  3. 3

    এবার সস তৈরী করার জন্য চিলি পেস্ট, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো, নুন, সয়া সস, অল্প পরিমান ভুট্টার ময়দা এবং শেরি ওয়াইন দিয়ে একটা ঘন সস তৈরী করুন।

  4. 4

    এখন ভাজা চিকেন উইংস গুলিকে সস এর উপর ঢেলে দিন এবং মধু উপর থেকে ঢেলে তা ভালো করে টস করুন যতক্ষন পযন্ত না সস ভালো ভাবে মিশ্রিত হচ্ছে।

  5. 5

    সুস্বাদ বিশিষ্ট হানি চিলি চিকেন উইংস গুলি পরিবেশন করার সময় উপর থেকে কিছু পরিমান চপ করা সবুজ স্প্রিং ওনিয়ন ছাড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
শেফ মনু।
কলকাতা।
Facebook: @chefmoonu, Instagram: @chef_moonu, YouTube: @chefmoonuskitchen- স্বাস্থ্যকর খাবার সহজ উপায়ে রান্না করাই ভালো। নিজের স্বাদ ও আত্মবিশ্বাসের সঙ্গে রান্না করুন।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes