রিচ ড্রাইফ্রুট কেক (rich dry fruit cake recipe in Bengali)

titir chowdhury
titir chowdhury @201205titir

#dd

রিচ ড্রাইফ্রুট কেক (rich dry fruit cake recipe in Bengali)

#dd

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫মি
  1. ২ কাপ ময়দা
  2. ১ চা চামচ বেকিং পাউডার
  3. ১/২ চা চামচ বেকিং সোডা
  4. ২ টি ডিম
  5. ১ কাপ পাউডার চিনি
  6. ১ চিমটি নুন
  7. ১/২ কাপ সাদা তেল
  8. ১/২ কাপ উষ্ণ দুধ
  9. ১ চা চামচ ভ্যানিলা এসেন্স
  10. ১/৪ কাপ মোরব্বা
  11. ১৫ টি কাজু
  12. ১/৪ কাপ কিসমিস
  13. ১০-১৫ টি আমন্ড
  14. ১/৪ কাপ বাদাম
  15. ১/৪ কাপ টুটিফ্রুটি
  16. ১০ টি ব্ল্যাক কারেন্ট
  17. ৭-১০ টি চেরি

রান্নার নির্দেশ সমূহ

৪৫মি
  1. 1

    প্রথমে ময়দা,বেকিং পাউডার,লবণ,বেকিংসোডা চেলে নিতে হবে।ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে।

  2. 2

    ডিম ফাটিয়ে ৫-৭ মিনিট বিট করে গুরো চিনি ও ভ্যানিলা এসেন্স,তেল দিয়ে ৫-৭ মিনিট বিট করতে হবে।

  3. 3

    ড্রাই মিক্সাচার টা ডিমের মিশ্রনে দিয়ে মিক্স করে অল্প করে দুধ দিয়ে মিডিয়াম গাঢ় করে নিতে হবে।

  4. 4

    ড্রাই ফ্রুট ময়দা মাখিয়ে মিশ্রনে মিশিয়ে দিয়ে মিশিয়ে নিতে হবে।

  5. 5

    বেকিং মোল্ডে মিশ্রন ঢেলে দিয়ে ওপরে ড্রাইফ্রুট দিয়ে সাজিয়ে বেক করতে হবে ১০-১৫ মিনিট ১৮০° তে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
titir chowdhury
titir chowdhury @201205titir
Cook is the best way which makes me happy always... i just love cook different foods.. Professionally I am a Mechanical Engineer
আরও পড়ুন

Similar Recipes