রিচ ফ্রুট চকো কেক (rich fruit choco cake recipe in Bengali)

Soumyasree Bhattacharya
Soumyasree Bhattacharya @Soumyasree_recipes

#ইবুক
বাড়িতে সহজেই পাওয়া যায় এরকম উপাদান দিয়ে এই রিচ ফ্রুট চকো কেক বানিয়ে ফেলতে পারবেন। আর বাচ্চারা তো এই কেক খুবই ভালোবাসে।বড়দের ও এই কেকটা চায়ের জন্য অনবদ্য জুটি।

রিচ ফ্রুট চকো কেক (rich fruit choco cake recipe in Bengali)

#ইবুক
বাড়িতে সহজেই পাওয়া যায় এরকম উপাদান দিয়ে এই রিচ ফ্রুট চকো কেক বানিয়ে ফেলতে পারবেন। আর বাচ্চারা তো এই কেক খুবই ভালোবাসে।বড়দের ও এই কেকটা চায়ের জন্য অনবদ্য জুটি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৬জন
  1. ২ কাপ ময়দা
  2. ২ টি ডিম
  3. ১ .৫ কাপ দুধ
  4. ২ টেবিল চামচ কোকো পাউডার
  5. ১ চা চামচ কফি পাউডার
  6. ১ চা চামচ বেকিং পাউডার
  7. ১.৫ কাপ চিনি
  8. ১ চিমটি নুন
  9. ১ চা চামচ ভ্যানিলা এসেন্স
  10. ২ টেবিল চামচ মধু
  11. ৭৫ গ্রাম মাখন
  12. ২ টেবিল চামচ পেঠা কুচানো
  13. ২ টেবিল চামচ চেরি কুচানো
  14. ২ টেবিল চামচ কাজু কুচানো
  15. ২ টেবিল চামচ আমন্ড কুচানো
  16. ২ টেবিল চামচ কিসমিস

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমেই ডিম দুটো ফাটিয়ে নিয়ে চিনি দিয়ে অন্ততপক্ষে ৫ থেকে ৬ মিনিট ভাল করে ফেটাতে হবে। যতক্ষণ না ডিমটার রং পরিবর্তন হয়ে একটু সাদাটে হয়ে বেশ ফেনা হয়ে ওঠে।

  2. 2

    এরপর ওই মিশ্রণে মাখন এবং ভ্যানিলা এসেন্সটা মিশিয়ে দিতে হবে।

  3. 3

    তারপর আগে থাকতে চেলে রাখা ময়দা,কফি পাউডার এবং কোকো পাউডারটা এতে অল্প অল্প করে ঢেলে মিশিয়ে নিতে হবে। তারপর বেকিং পাউডার টা দিয়ে দিতে হবে এবং ভাল করে মিশিয়ে নিতে হবে দেখতে হবে যাতে কোন রকম লাম্প না থাকে।

  4. 4

    এবার কেকের মোল্ড এ আগে থাকতে একটু মাখন লাগিয়ে নিয়ে তারপর বাটার পেপারটা তার ওপর দিয়ে তার উপরে অল্প একটু মাখন লাগিয়ে নিয়ে ঢেলে দিতে হবে কেকের পুরো মিশ্রণটা।

  5. 5

    সবশেষে আগে থাকতে মধুতে ভিজিয়ে রাখা সমস্ত ড্রাই ফ্রুটস গুলো এর ওপর ছড়িয়ে দিতে হবে

  6. 6

    সবশেষে ওটিজি তে ১০ মিনিট ১৮০ ডিগ্রিতে প্রি-হিট করে রাখা অবস্থায় কেক এর মোল্ড টা ঢুকিয়ে দিতে হবে।এবং ৩০ মিনিট বেক করতে হবে। বেক হয়ে গেলে কেকটা বার করে নিতে হবে ওভেন থেকে। তারপর ঠান্ডা হলে আস্তে করে মোল্ড থেকে কেকটা বার করে নিয়ে বাটার পেপারটা ফেলে দিয়ে সার্ভ করে দিন রিচ ফ্রুট চকো কেক।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Soumyasree Bhattacharya
Soumyasree Bhattacharya @Soumyasree_recipes

মন্তব্যগুলি

Similar Recipes