ভেজিটেবিল  চপ(vegetable chop recipe in Bengali)

Debasree Sarkar
Debasree Sarkar @DS_17
Kolkata, West Bengal

#homecook
এটি আমার মা এর রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে।

ভেজিটেবিল  চপ(vegetable chop recipe in Bengali)

#homecook
এটি আমার মা এর রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জনের জন্য
  1. ২ কাপ আলু, গাজর কুচি, বীট কুচি, মটর শুঁটি সব মিলিয়ে।
  2. ১+১ চা চামচ +১ টা করে গোটা জিরে ও গোটা ধনে,শুকনো লঙ্কা
  3. ১ইঞ্চি +২ টি +২ টি দারচিনি, ছোটো এলাচ,লবঙ্গ
  4. ১ টেবিল চামচ সর্ষের তেল
  5. ১/৪ চা চামচ গোটা জিরে ফোঁড়ন এর জন্য
  6. ১ চা চামচ থেঁতো করা আদা কাঁচা লঙ্কা
  7. স্বাদ অনুযায়ীলবণ, চিনি
  8. ১ চা চামচ ভাজা মশলা
  9. ১ টেবিল চামচ কিসমিস কুচি
  10. ১ টেবিল চামচ আধ ভাঙ্গা চীনে বাদাম কুচি
  11. ১ চা চামচ নারকেল কুচি
  12. ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার
  13. পরিমাণ মত জল
  14. ১ বড় বাটি বিস্কিট গুঁড়ো
  15. পরিমাণ মতভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    আলু,গাজর,বিট,মটর সেদ্ধ করে এক সাথে সেদ্ধ করে মেখে রাখতে হবে।

  2. 2

    ভাজা মশলা বানানোর জন্যে কড়াই তে শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ এক সাথে ভেজে গুঁড়ো করে নিতে হবে।

  3. 3

    এবার কড়াই তে সরষের তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে তাতে থেঁতো করা আদা, কাচা লঙ্কা দিয়ে হাল্কা ভেজে নিতে হবে। এরপর সেদ্ধ সব্জির মিশ্রন, স্বাদ অনুযায়ী লবণ, চিনি, ভাজা মশলা গুঁড়ো, কিশমিশ কুচি, আধ ভাঙ্গা চিনে বাদাম, নারকেল কুচি,দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে ঠাণ্ডা করে নিতে হবে।

  4. 4

    সব্জির মিশ্রন ঠাণ্ডা হলে ওই মিশ্রন হাতে নিয়ে ইচ্ছা মতো আকারে চপ গড়ে নিতে হবে।

  5. 5

    এবার একটা পাত্রে কর্নফ্লাওয়ার, সামান্য লবণ এবং পরিমাণ মতো জল দিয়ে পাতলা ঘনত্বের গোলা বানিয়ে নিতে হবে।

  6. 6

    এবার ওই চপ গুলো কর্নফ্লাওয়ার এর গোলা তে ডুবিয়ে বিস্কিট এর গুঁড়ো মাখিয়ে নিতে হবে। এই পদ্ধতি পুনরায় করতে হবে।

  7. 7

    এবার কড়াই তে সাদা তেল গরম করে চপ গুলো মাঝারি আঁচে লাল করে ভেজে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debasree Sarkar
Kolkata, West Bengal

Similar Recipes