ভেজিটেবিল চপ(vegetable chop recipe in Bengali)

Debjani Ghosh Mitra
Debjani Ghosh Mitra @Debjani_Mitra


#আমারপ্রিয়রেসিপি
#HETT
ভেজিটেবিল চপ তো আমরা পাড়ার দোকানে অনেক খেয়েছি কিন্তু একদিন ইচ্ছা হলো নিজের ঘরে বানিয়ে দেখি তো এখন চারপাশের যা পরিবেশ তাতে নিজের ঘরে বানিয়ে মুখরোচক খাবারগুলো খাওয়া ভালো

ভেজিটেবিল চপ(vegetable chop recipe in Bengali)


#আমারপ্রিয়রেসিপি
#HETT
ভেজিটেবিল চপ তো আমরা পাড়ার দোকানে অনেক খেয়েছি কিন্তু একদিন ইচ্ছা হলো নিজের ঘরে বানিয়ে দেখি তো এখন চারপাশের যা পরিবেশ তাতে নিজের ঘরে বানিয়ে মুখরোচক খাবারগুলো খাওয়া ভালো

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
3 - 4 জনের জন্যে
  1. 1 +1+1 বড় গাজর, বীট এবং আলু
  2. 1 চা চামচআদা বাটা
  3. 1/4 চা চামচহলুদ গুঁড়ো
  4. প্রয়োজন অনুযায়ী ভেজে রাখা চিনেবাদাম।
  5. পরিমাণ মতরান্না ও ভাজার জন্যে তেল
  6. প্রয়োজন অনুযায়ীময়দা ও বিস্কুট এর গুঁড়ো
  7. 1 টাশুকনো লঙ্কা
  8. 1/4 চা চামচগোটা জিরে
  9. স্বাদ মতনুন ও চিনি
  10. 1/4 চা চামচগরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    আলু বিট গাজর জলে সেদ্ধ করে রেখে দিন। একটু ঠাণ্ডা হলে সে গুলোকে হাত দিয়ে চটকে মেখে নিন।

  2. 2

    করাই তে তেল গরম করে তাতে 1 চা চামচ আদা বাটা, একটি শুকনো লঙ্কা, অল্প গোটা জিরে ফোরন দিয়ে তাতে ওই সেদ্ধ করে মাখা সবজি গুলো দিন

  3. 3

    সামান্য হলুদ,নুন ও চিনি স্বাদমতো,সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন

  4. 4

    ভেজে রাখা চিনেবাদাম দিয়ে নেড়ে নিয়ে মিশ্রণ টি ঠান্ডা করতে দিন

  5. 5

    এর পর মিশ্রণ টি থেকে ছোটো ছোটো অংশ নিয়ে চপ এর আকার এ গড়ে, ময়দার গোলায় ডুবিয়ে, বিস্কুট এর গুড়ো মাখিয়ে ডুবো তেলে ভেজে তুলুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debjani Ghosh Mitra
Debjani Ghosh Mitra @Debjani_Mitra

মন্তব্যগুলি (3)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
রেসিপিটা বেশ ভালো লাগলো🌺
উপস্থাপনাও বেশ ছিমছাম🚀
🍬
আমার রেসিপি গুলো সময় পেলে দেখে লাইক দিতে পারেন আর পছন্দ হলে অনুসরণ দেবেন।🌷

Similar Recipes