কড়াইশুটির কচুরি (Karaishutir kachori recipe in Bengali)

Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান

#sn

নববর্ষ বা পয়লা বৈশাখ প্রতিটি বাঙালির জীবনেই একটা বিশেষ দিন। এই দিনে সব বাঙালি বাড়িতেই নানা ধরনের সুস্বাদু পদ রান্না হয়ে থাকে। আমার বাড়িতেও হয়। তার মধ্যে থেকে আমি আজ সবার সাথে শেয়ার করছি কড়াইশুটির কচুরির রেসিপি।

কড়াইশুটির কচুরি (Karaishutir kachori recipe in Bengali)

#sn

নববর্ষ বা পয়লা বৈশাখ প্রতিটি বাঙালির জীবনেই একটা বিশেষ দিন। এই দিনে সব বাঙালি বাড়িতেই নানা ধরনের সুস্বাদু পদ রান্না হয়ে থাকে। আমার বাড়িতেও হয়। তার মধ্যে থেকে আমি আজ সবার সাথে শেয়ার করছি কড়াইশুটির কচুরির রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
4 জন
  1. 2 কাপমটরশুটির দানা
  2. 2 টোকাঁচালঙ্কা
  3. 1/2 "আদা
  4. 1 চিমটিহিং
  5. 2 কাপময়দা
  6. স্বাদ মত নুন ও চিনি
  7. পরিমাণ মত সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    কচুরির পুর বানানোর জন্য মটরশুটির দানা, কাঁচালঙ্কা ও আদা একসাথে পেস্ট করে নিতে হবে।

  2. 2

    কড়াইতে 1 টেবিল চামচ তেল গরম করে হিং ফোড়ন দিয়ে মটরশুটির পেস্ট, নুন ও অল্প চিনি দিয়ে নাড়তে হবে। মিশ্রণের কাঁচা ভাব চলে গেলে পুরটা নামিয়ে রাখতে হবে।

  3. 3

    ময়দার সাথে নুন ও চিনি মিশিয়ে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে ময়দাটা মেখে নিতে হবে।

  4. 4

    এখন মাখা ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে ভেতরে পুর ভরে ভালো করে চেপে মুখটা বন্ধ করে রাখতে হবে।

  5. 5

    এখন একটা করে পুর ভরা লেচি নিয়ে বেশ হাল্কা হাতে একটু মোটা করে বেলে নিতে হবে।

  6. 6

    কড়াইতে তেল গরম করে ডোবা তেলে কচুরি গুলো ভেজে নিতে হবে। আমি আমার বাড়ির সবার পছন্দের আলুর দমের সাথে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান
খুব সাধারণ এক গৃহবধূ ও একজন মা।
আরও পড়ুন

Similar Recipes