কড়াইশুঁটির কচুরি আর আলুর দম (Kadai shuntir kochuri alur dom recipe in Bengali)

Oindrila Majumdar
Oindrila Majumdar @oincook_25812891

শীতকালের উপহার কড়াইশুঁটি। সব বাঙালি ঘরে কড়াইশুঁটি দিয়ে নানা ধরনের রান্না হয়। আজ আমি বাঙালির অতি প্রিয় একটি রেসিপি উপস্থিত করেছি।

কড়াইশুঁটির কচুরি আর আলুর দম (Kadai shuntir kochuri alur dom recipe in Bengali)

শীতকালের উপহার কড়াইশুঁটি। সব বাঙালি ঘরে কড়াইশুঁটি দিয়ে নানা ধরনের রান্না হয়। আজ আমি বাঙালির অতি প্রিয় একটি রেসিপি উপস্থিত করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা ৩০ মিনিট
৩ জনের জন্য
  1. ১৫০ গ্রামকচুরির জন্য ময়দা
  2. ১ চা চামচ সাদা তেল
  3. ৩ গ্রাম লবণ
  4. ৮ গ্রাম চিনি
  5. ১৫০ গ্রামপুরের জন্য ছাড়ানো কড়াইশুঁটি
  6. ১/২ চা চামচ কালো জিরে
  7. ১/৪ চা চামচ হিং
  8. ১/৪ চা চামচ আদা বাটা
  9. ১/৪ চা চামচ চিনি
  10. ১/২ চা চামচ লবণ
  11. ৩ টে আলুর দমের জন্যঃআলু বড়ো সাইজের
  12. ২ টো চেরা কাঁচালংকা
  13. ১ টা শুকনো লংকা
  14. ২ টেবিল চামচ টমেটো বাটা
  15. ১/২ চা চামচ আদা বাটা
  16. ২ টেবিল চামচ ছাড়ানো কড়াইশুঁটি
  17. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  18. ১/২ চা চামচ ধনে গুঁড়ো
  19. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  20. ১/২ টেবিল চামচ কাশ্মীরি লংকা গুঁড়ো
  21. স্বাদমতোলবণ
  22. ১/২ চা চামচ চিনি
  23. ১ চা চামচ গোটা জিরে
  24. ১ টা তেজপাতা
  25. ১/৪ চা চামচ হিং

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা ৩০ মিনিট
  1. 1

    আলু সেদ্ধ করে নিতে হবে। কড়াইশুঁটি ভাপিয়ে নিতে হবে। সব উপকরণ এক জায়গায় গুছিয়ে রাখতে হবে।

  2. 2

    ভাপানো কড়াইশুঁটি, ২ টো কাঁচা লংকা, নুন, চিনি মিক্সিতে মিহি করে পেস্ট করে নিতে হবে। তেল গরম করে কালো জিরে, হিং ফোড়ন দিয়ে আদা বাটা দিতে হবে।

  3. 3

    সেদ্ধ কড়াইশুঁটি দিয়ে নাড়াচাড়া করে পুর বানিয়ে নিতে হবে।

  4. 4

    ময়দা, তেল, নুন, চিনি মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে।

  5. 5

    কড়াইশুঁটির পুর থেকে ১২ টা ভাগে ভাগ করে নিতে হবে। ময়দার ডো থেকে ছোট ছোট ১২ টা লেচি কেটে নিয়ে একটা একটা করে লুচির মতো বেলে নিয়ে ভেতরে পুর ভরে গোল লেচি বানিয়ে রাখতে হবে।

  6. 6

    ১২ টা গোলা এভাবে বানিয়ে রেখে আবার লুচির মতো বেলে নিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে।

  7. 7

    ধনে- জিরে- হলুদ- শুকনো লংকা গুঁড়ো, আদা বাটা একটা বাটিতে জল দিয়ে গুলে ১০ মিনিট রাখতে হবে। আলুর দমের জন্য কড়াতে তেল গরম করে গোটা জিরে, শুকনো লংকা, হিং,
    কাঁচালংকা ফোড়ন দিয়ে এই ভেজানো মশলা টা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

  8. 8

    প্রথমে কড়াইশুঁটি, পরে টমেটো বাটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে তেল আলাদা না হওয়া পর্যন্ত।

  9. 9

    সেদ্ধ আলু দিয়ে নাড়াচাড়া করে অল্প জল দিয়ে ফুটিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে গা মাখা মাখা হয়ে গেলে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

  10. 10

    গরম গরম কড়াইশুঁটির কচুরির র সঙ্গে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Oindrila Majumdar
Oindrila Majumdar @oincook_25812891

Similar Recipes